দক্ষিণকে বড় বিপদে ফেলে নাজমুলের ২৫৩

বিসিএলে ২৫৩ রানের ইনিংস খেললেন নাজমুল হোসেন। ছবি: ফাইল ছবি
বিসিএলে ২৫৩ রানের ইনিংস খেললেন নাজমুল হোসেন। ছবি: ফাইল ছবি
>

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দক্ষিণাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের নাজমুল হোসেনের ব্যাট থেকে এসেছে ২৫৩ রানের ইনিংস

মধ্যাঞ্চলের চেয়ে ১২১ রানে পিছিয়ে থেকে বিসিবি দক্ষিণাঞ্চল ইনিংস ঘোষণা করেছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষকে বোলিং-বোনাস পয়েন্ট না দেওয়া। দক্ষিণের এই সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয়েছিল কালই।

নাজমুল হোসেন কাল দ্বিতীয় দিন শেষে ১২২ রানে অপরাজিত ছিলেন। আজ তৃতীয় দিনের অর্ধেক যেতে না যেতেই সেই নাজমুল নিজের সংগ্রহকে নিয়ে গেলেন ২৫৩ তে। জাতীয় ক্রিকেট দলের এ বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাটের কারিশমায় কক্সবাজারে রীতিমতো বিপদেই পড়ে গেছে বিসিবি দক্ষিণাঞ্চল। ৪ উইকেটে ১১৪ রানে ইনিংস ছেড়ে দেওয়া দক্ষিণাঞ্চলের চেয়ে ৫০৬ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করেছে মধ্যাঞ্চল। ২৫৩ রানে অপরাজিত থাকা নাজমুল ট্রিপল সেঞ্চুরি করার সুযোগটা পেলেন না।

প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে একবার ১৯৪ রানে আউট হয়েছিলেন নাজমুল। দ্বিশতকের স্বাদ নেওয়ার বাসনাটা ছিলই। সেটিই কক্সবাজারে পূরণ করেছেন। দুর্দান্ত এ ইনিংসে বাউন্ডারি হাঁকিয়েছেন ২৫টি। ছক্কাও মেরেছেন ৯টি। স্ট্রাইকরেট ৮১.৬১।

নাজমুলের ব্যাটের বিষেই মূলত শেষ দক্ষিণাঞ্চল। তাঁর আড়াইশোর্ধ ইনিংসের পর মধ্যাঞ্চল দলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯—রকিবুল হোসেনের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬—উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাবিদ হোসেনের। দক্ষিণাঞ্চলের আক্ষেপ তো হবেই। যেকোনো বিচারেই প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সেরা দিনটি আজ কাটালেন নাজমুল।

প্রথম শ্রেণির ক্রিকেটে এখনো পর্যন্ত ৪২টি ম্যাচ খেলেছেন নাজমুল। ৪০.৫০ গড়ে রান ২ হাজার ৬৭৩। ৬টি সেঞ্চুরির সঙ্গে করেছেন ১৪টি ফিফটি। বাংলাদেশের হয়ে ৩টি টেস্ট খেলা নাজমুল গেল সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে নিজেকে কিছুটা হলেও প্রমাণ করতে পেরেছেন। প্রথম ইনিংসে পাকিস্তানি বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে করেন।