পাকিস্তান দলে খেলতে চান ম্যাচ পাতানো শারজিল

শারজিল ফিরতে চান পাকিস্তান দলে। ছবি: টুইটার
শারজিল ফিরতে চান পাকিস্তান দলে। ছবি: টুইটার

ঝড় তোলার জন্য বিখ্যাত ছিলেন শারজিল খান। ওয়ানডে ক্যারিয়ারে তাঁর সর্বশেষ তিন ম্যাচেই ফিফটি আছে তাঁর। অস্ট্রেলিয়ার গতিময় উইকেটে তিন ম্যাচেই ছিল এক শর ওপর স্ট্রাইকরেট। ওয়ানডেতে ১১৩ স্ট্রাইকরেটে রান তোলা শারজিল অবশ্য এর চেয়েও বড় ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৭ সালের সে সফর শেষে। পাকিস্তান সুপার লিগে ম্যাচ পাতানোর অভিযোগে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এর মাঝে আড়াই বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা। ফলে আড়াই বছরের মাথায় নিষেধাজ্ঞা শেষে শারজিল ক্রিকেটে ফিরছেন সেই পিএসএল দিয়েই।

৩০ বছর বয়সী শারজিলকে এবারের পিএসএলে দেখা যাবে করাচি কিংসের হয়ে। ২০ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হলেও শারজিলকে দেখা যাবে একদিন পর। ২১ ফেব্রুয়ারি পেশোয়ার জালমির বিপক্ষে পিএসএল শুরু হবে করাচি ও শারজিলের। এ টুর্নামেন্টকে নিয়েই আপাতত স্বপ্ন দেখছেন শারজিল।

ম্যাচ পাতানোর জন্য নিষিদ্ধ হওয়া কোনো ক্রিকেটারের জন্য ফেরা বরাবরই কঠিন। শুধু ভালো পারফরম্যান্স করলেই হয় না, সতীর্থদের আস্থাও অর্জন করতে হয় নতুন করে। শারজিল আপাতত তাঁর পক্ষে যা সম্ভব সেটাতেই মন দিচ্ছেন, ‘সবারই অতীত এবং ভবিষ্যৎ আছে। আমি অতীতে পড়ে থাকতে চাই না। যা হয়েছে হয়েছে, সে অধ্যায় শেষ। আমার একমাত্র লক্ষ্য পিএসএলে ভালো করা। আমি এমনকি জাতীয় দলে নির্বাচিত হওয়ার চিন্তাও করছি না।’

পিএসএল খেলার সময়ই তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন এই টুর্নামেন্ট খেলতে গিয়ে, আবার সেখানেই ফিরছেন। এ বিষয়টি মাথায় আছে শারজিলের, ‘পিএসএল খেলার সময় বাদ পড়েছিলাম, আবার পিএসএল দিয়েই ফিরছি। তাই আমার জন্য এখানে ভালো করা খুব গুরুত্বপূর্ণ। সব ক্রিকেটারের জীবনেই ভালো-খারাপ আছে। আমি এর বাইরে নই।’

প্রথম এ জাতীয় দল নিয়ে ভাবছেন না বলেছেন শারজিল। কিন্তু নিউজএইটিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সুপ্ত বাসনা আর লুকিয়ে রাখতে পারেননি শারজিল, ‘পিএসএলে ভালো করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে আমি জাতীয় দলে ফিরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি জাতীয় দলের অংশ হতে চাই। আর এবারই যেহেতু পুরো পিএসএল পাকিস্তানে হচ্ছে, তাই ভালো করাটা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।’