বাংলাদেশের সেই ৬ হারই জিম্বাবুয়ের প্রেরণা

বাংলাদেশকে হারানোর ছক কষছেন জিম্বাবুয়ের কোচ ও টেলর। ছবি: প্রথম আলো
বাংলাদেশকে হারানোর ছক কষছেন জিম্বাবুয়ের কোচ ও টেলর। ছবি: প্রথম আলো
>পাঁচ মাসের মধ্যে আবারও বাংলাদেশ সফরে এসেছে জিম্বাবুয়ে। মিরপুর টেস্ট দিয়ে শুরু হচ্ছে তাদের বাংলাদেশ সফর। দলটি বেশ আত্মবিশ্বাসী এই সফরেও টেস্টে ভালো করার ব্যাপারে।

জিম্বাবুয়ে অনুশীলন শুরু করেছে দুদিন হলো। বাংলাদেশের বিপক্ষে টেস্টে ভালো করতে জিম্বাবুইয়ানরা তৈরি হচ্ছে ভালোভাবে। প্রস্তুতি তো আছেই, দলের উইকেটকিপার ব্যাটসম্যান রেজিস চাকাভা মনে করিয়ে দিচ্ছেন কিছু পরিসংখ্যানও।

বাংলাদেশে আসার আগে শ্রীলঙ্কার বিপক্ষে হারারে টেস্টে দুর্দান্ত খেলেছে জিম্বাবুয়ে। টেস্টটি কোনোভাবে ড্র করেছে শ্রীলঙ্কানরা। অন্য দিকে নিজেদের সর্বশেষ ৬ টেস্টের সবগুলোতে হেরেছে বাংলাদেশ। ৫টিই আবার ইনিংস ব্যবধানে। জিম্বাবুয়ের সর্বশেষ বাংলাদেশ সফরও খারাপ হয়নি। ২০১৮ সালের নভেম্বরে সিলেট টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল তারা। চাকাভা চাইছেন এবারও সিলেট টেস্টের পুনরাবৃত্তি করতে, ‘বাংলাদেশের বিপক্ষে সেই টেস্ট যেভাবে জিতেছিলাম, আমাদের আবারও তা পুনরাবৃত্তি করতে হবে। সফরকারী দলের জন্য বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা সবকিছু ঠিকঠাক করতে পারি।’

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছে জিম্বাবুয়ে, সেটিও মনে করিয়ে দিলেন চাকাভা। তবে টানা হারায় বাংলাদেশ যে মিরপুর টেস্টে ভালো করতে উন্মুখ থাকবে, তা নিয়েও বেশ সতর্ক জিম্বাবুয়ের উইকেটকিপার ব্যাটসম্যান, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলায় আমরা আত্মবিশ্বাসী। সিরিজে আমরা প্রথম টেস্ট হেরেছিলাম। পরে ভালোভাবে ঘুরে দাঁড়াই। এই টেস্ট থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। হ্যাঁ, বাংলাদেশ নিজেদের সর্বশেষ কিছু টেস্টে জিততে পারেনি। প্রত্যেক টেস্টই গুরুত্বপূর্ণ।’

২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে যে দুটি টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে, দুটিতেই সাকিব আল হাসানের মুখোমুখি হতে হয়নি তাদের। এবারও হচ্ছে না। সাকিব না থাকলেও যে বাংলাদেশের স্পিনবিভাগ যথেষ্ট শক্তিশালী, সেটিতে দ্বিমত নেই চাকাভার, ‘সাকিব একজন বড় মাপের ক্রিকেটার। কিন্তু তাদের আরও কয়েকজন আছে যারা সঠিক পথেই আছে। সাকিবকে ছাড়াও বাংলাদেশ কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয়। ওদের স্পিনারদের সামলাতে আমাদের সেরাটা দিতে হবে।’

দুদিনের অনুশীলন শেষে কাল বিসিবি একাদশের বিপক্ষে দুদিনে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। আর বাংলাদেশ টেস্ট দল অনুশীলন শুরু করবে কাল থেকে। মিরপুর টেস্ট শুরু ২২ ফেব্রুয়ারি থেকে।