কথাটা ভালো লাগল না তাইজুলের

‘জিম্বাবুয়ে প্রিয় প্রতিপক্ষ’ কথাটা মানতে পারছেন না তাইজুল ইসলাম। ফাইল ছবি
‘জিম্বাবুয়ে প্রিয় প্রতিপক্ষ’ কথাটা মানতে পারছেন না তাইজুল ইসলাম। ফাইল ছবি

টেস্টে এক ইনিংসে সেরা বোলিং তাঁর জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৪ সালের অক্টোবরে মিরপুর টেস্টে তাইজুল ইসলাম পেয়েছিলেন ৩৯ রানে ৮ উইকেট। ২৮ টেস্টে যে ১০৮ উইকেট পেয়েছেন, তার ৩৫টি অর্থাৎ ৩২ শতাংশ শিকার জিম্বাবুয়ের বিপক্ষে। সর্বশেষ ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টে ১৮ উইকেট নিয়ে সিরিজের সেরা বোলার ছিলেন তিনিই।

যে দলের বিপক্ষে নিয়মিত সাফল্য পান, তাদের ‘প্রিয় প্রতিপক্ষ’ বলতেই পারেন তাইজুল! আরেকটি জিম্বাবুয়ে সিরিজ যখন সামনে, বাঁহাতি স্পিনারের ভেলকি আবারও নিশ্চয়ই দেখা যাবে। কিন্তু আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শেষে এমন প্রশ্নে ঘোর আপত্তি জানালেন তাইজুল, ‘এই কথাটা আসলে ভালো লাগল না। আমি শুধু জিম্বাবুয়ের বিপক্ষেই উইকেট পেয়েছি, তেমন তো না! আরও অনেক দলের বিপক্ষেই উইকেট পেয়েছি। যাদের বিপক্ষেই খেলেন, ভালো জায়গায় বল না করলে কখনো সাফল্য পাবেন না। ওরা একেবারে খারাপ দল, তা কিন্তু না। ভালো জায়গায় বল না করলে যে কেউ দাপট দেখাবে।’

২০১৮ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে যে সিলেট টেস্টে বাংলাদেশ দল হেরেছিল, সেটিতেও তাইজুল পেয়েছিলেন ১১ উইকেট। জিম্বাবুয়ের কাছে এখন যেকোনো হার মানেই তুমুল সমালোচনার তির ছুটে যাবে বাংলাদেশ দলের দিকে। তবে ওই হারকে দুঘর্টনা বলতে চান না তাইজুল, ‘দুর্ঘটনা বলব না। দুর্ঘটনা ভিন্ন বিষয়। আমরা খারাপ খেলেছিলাম তাই হেরেছি। সেই সিরিজের পরের টেস্টে ভালো খেলেছি বলে জিতেছি। ভালো ক্রিকেট খেলতে হবে। ভালো না খেললে হারাটাই স্বাভাবিক।’

জিম্বাবুয়ে চাইছে মিরপুরে এবারও সিলেট টেস্টের পুনরাবৃত্তি করতে। অন্যদিকে তাইজুল বলছেন, নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে ২২ ফেব্রুয়ারি শুরু মিরপুর টেস্ট তাঁদের জেতা প্রয়োজন, ‘অবশ্যই জেতা প্রয়োজন, সে প্রতিপক্ষ জিম্বাবুয়ে হোক কিংবা অন্য দল। এখন জয়টা খুবই গুরুত্বপূর্ণ। জিতলে আত্মবিশ্বিাস বাড়বে। সেটা হলে দলের জন্যই ভালো হবে।’

মিরপুর টেস্ট সামনে রেখে আজ থেকে শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। অনুশীলনের প্রথম দিনে উপস্থিত ছিলেন আট ক্রিকেটার। বিসিএল নিয়ে ব্যস্ততা থাকায় বাকিরা যোগ দেবেন কাল থেকে।