সেই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল বার্সার

আইথ্রি ভেঞ্চার্সের সঙ্গে চুক্তি বাতিলের খবর দিলেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। ফাইল ছবি
আইথ্রি ভেঞ্চার্সের সঙ্গে চুক্তি বাতিলের খবর দিলেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। ফাইল ছবি

জোসেপ মারিয়া বার্তোমেউয়ের বিরুদ্ধে অভিযোগটা গুরুতর। বার্সেলোনা সভাপতি নাকি নিজের স্বার্থে জনসংযোগ প্রতিষ্ঠান ভাড়া করে দলের খেলোয়াড়দের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। গত সোমবারই সেই অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এই ঘটনায় যার দিকে অভিযোগের তির সেই বার্তোমেউ মঙ্গলবার জানালেন, জনসংযোগ প্রতিষ্ঠান আইথ্রি ভেঞ্চার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে বার্সেলোনা।

সাংবাদিকদের এক পুরস্কার অনুষ্ঠানে বার্তোমেউ দিয়েছেন খবরটি, ‘আজ সকালে আমি ব্যক্তিগতভাবেই নির্দেশ দিয়েছি চুক্তিটা বাতিল করতে।’

কাতালান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইথ্রি নামের সে প্রতিষ্ঠানের কাজ ছিল বার্সা সভাপতি বার্তোমেউর ভাবমূর্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে উজ্জ্বল করা। বাড়তি দায়িত্ব যেসব বর্তমান ও সাবেক খেলোয়াড়ের সঙ্গে বার্তোমেউর সম্পর্ক ভালো নয়, তাদের বিরুদ্ধে কুৎসা রটানো। লিওনেল মেসি, জেরার্ড পিকে থেকে কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলারা কুৎসা রটনার শিকার হয়েছেন।

বার্তোমেউ পুরো ব্যাপারটাই অস্বীকার করেছেন, ‘বার্সা কখনোই কোনো খেলোয়াড়, সাবেক খেলোয়াড়, রাজনীতিবিদ, ম্যানেজার, সভাপতি কিংবা সাবেক সভাপতির বদনাম করতে কোনো প্রতিষ্ঠানকে ভাড়া করেনি। এই অভিযোগ ডাহা মিথ্যা।’

তাহলে কেন ওই প্রতিষ্ঠানকে ভাড়া করা সেই প্রশ্নের জবাবও দিয়েছেন বার্তোমেউ, ‘একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। প্রশ্ন হলো, আমরা কি সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখার জন্য কাউকে দায়িত্ব দিয়েছিলাম? প্রশ্নটার উত্তর হ্যাঁ। আরেকটি প্রশ্ন, আমরা কি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কুৎসা রটাতে কাউকে দায়িত্ব দিয়েছি? উত্তরটা না। আর যারা আমাদের বিরুদ্ধে এই অভিযোগ করে তাঁদের বিপক্ষে ব্যবস্থা নেব।’