আজ পরীক্ষা শুরু সেই ফিনল্যান্ডপ্রবাসীর

আজই ঢাকায় অভিষেক হতে যাচ্ছে কাজী তারিক রায়হানের। ছবি: ফেসবুক থেকে নেওয়া
আজই ঢাকায় অভিষেক হতে যাচ্ছে কাজী তারিক রায়হানের। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে খেলার স্বপ্ন দেখেন ফিনল্যান্ডপ্রবাসী বাংলাদেশি কাজী তারিক রায়হান। সে লক্ষ্যে আজ শুরু হচ্ছে তাঁর পরীক্ষা। বসুন্ধরা কিংসের জার্সিতে আজ প্রিমিয়ার লিগে মাঠে নামবেন ফিনল্যান্ডের বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে খেলা এ ফুটবলার। ইউরোপা লিগেও ফিনল্যান্ডের ক্লাবের হয়ে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাঁর


বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার স্বপ্ন নিয়ে বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছেন ফিনল্যান্ডপ্রবাসী কাজী তারিক রায়হান। জাতীয় দলে খেলার আগে তাঁকে তো নিজেকে প্রমাণ করতে হবে! সে পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরায় কিংসের জার্সিতে আজই তাঁর অভিষেক হচ্ছে। বাংলাদেশের পুলিশের বিপক্ষে ম্যাচটিতে তাঁকে রাখা হচ্ছে প্রথম একাদশে।

উত্তর বারিধারার বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে নীলফামারীর ‘হোমে’ লিগ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা। আজ দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ অনেক বছর বাদে দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ফেরা বাংলাদেশ পুলিশ। সার্ভিসেস দলটির বিপক্ষে সেন্টারব্যাক হিসেবে খেলার কথা রয়েছে তারিকের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে তিনটায়।

বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ ফিনল্যান্ডের অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। বসুন্ধরায় নাম লেখানোর আগে খেলেছেন নিজের জন্মস্থান ট্যাম্পের শহরের ক্লাব ইলভেস ট্যাম্পেরেতে। ফিনল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল ক্লাব এটি। এ ক্লাবের হয়ে গত বছর ইউরোপা লিগের বাছাইপর্বে একটি ম্যাচে খেলার অভিজ্ঞতাও আছে তাঁর।

তারিকের বাবা কাজী শহীদুল আলমের দেশের বাড়ি নওগাঁ। ফিনল্যান্ডের ট্যাম্পের শহরের ‘ট্যাম্পের ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স’ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। তারিকের জন্মও ট্যাম্পেরে। তাঁর বাবা বাংলাদেশে নিয়মিত যাতায়াত করলেও খুব ছোটবেলায় মাত্র একবার আসা হয়েছিল তারিকের। আর এবার বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশ-অধ্যায় শুরু করতে যাচ্ছেন । স্বপ্ন দেখছেন ঘরোয়া ফুটবলে ভালো পারফরম্যান্স করে জাতীয় ফুটবল দলে জায়গা করে নিতে।
তারিকের স্বপ্ন পূরণ হলে লাভ তো দেশের ফুটবলেরই।