বাংলাদেশের বিপক্ষে 'রাজ' করার লক্ষ্য সিকান্দার রাজার

ব্যাটে-বলে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ খেলেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। তাঁর চোখ এখন বাংলাদেশের দিকে
বাংলাদেশের বিপক্ষে রাজত্ব করতে চান সিকান্দার রাজা। ছবি: প্রথম আলো
বাংলাদেশের বিপক্ষে রাজত্ব করতে চান সিকান্দার রাজা। ছবি: প্রথম আলো

হারারে টেস্টে এমন কিছু হবে চিন্তাও করেনি শ্রীলঙ্কানরা। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৪০৬ রান করার পর শ্রীলঙ্কার শুরুটাও হয়েছিল দারুণ। দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো উইকেটে জমে গেছেন। কিন্তু সিকান্দার রাজার অফ স্পিনে কী থেকে যেন কী হয়ে গেল। তিনি একাই নিলেন ৭ উইকেট। ওপেনিং জুটিতে ৯৭ রান যোগ করার পর শ্রীলঙ্কা অলআউট ২৯৩ রানে। হারারেতে ইতিহাস গড়ার সুযোগ তখন জিম্বাবুয়ের সামনে। চতুর্থ ইনিংসে লঙ্কানদের জিম্বাবুয়ে লক্ষ্য দেয় ৩৬১ রানের। কিন্তু দুর্ভাগ্য, বৃষ্টি জিম্বাবুয়ের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। শ্রীলঙ্কাকে এনে দেয় ড্র করার সুযোগ।

প্রথম ইনিংসে ৭২ রান ও দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়া রাজা এখন বাংলাদেশে। আরেকবার ব্যাটে-বলে দাপট দেখাতে চান তিনি। ৩৩ বছর বয়সী এ অলরাউন্ডার শ্রীলঙ্কার মতো কপালে চিন্তার বলিরেখা তৈরি করতে চান বাংলাদেশেরও। আর সে জন্য তাঁর প্রেরণা হারারের সেই টেস্টই, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা ভালো কেটেছে আমাদের। ওরা হয়তো প্রথম টেস্ট জিতেছে। কিন্তু ম্যাচটা সহজেই ড্র হতে পারত। আর দ্বিতীয় টেস্ট কাগজে কলমে ড্র হলেও আমরা জয়ের খুব কাছে ছিলাম। আমরা আত্মবিশ্বাস নিচ্ছি শ্রীলঙ্কা সিরিজ থেকে। খুব দ্রুতই আরেকটি টেস্ট খেলায় আমাদের সুবিধা হবে।’

মিরপুরের একাডেমি মাঠে আজ ঘাম ঝরিয়েছেন রাজা। ঐচ্ছিক অনুশীলন হলেও রাজা ঠিকই হাজির ছিলেন নেটে। যুদ্ধ শুরুর আগে অত বিশ্রাম নিয়ে কী করবেন! রাজার মনোভাবটা যেন ছিল এমনই। তবে জিম্বাবুয়ের এই ক্রিকেটারের আত্মবিশ্বাসের জায়গাটা বাংলাদেশের মাটিতে ঘন ঘন খেলার অভিজ্ঞতাই, ‘স্পিনাররা আমাদের বিপক্ষে সব সময়ই ভালো করেছে। বাংলাদেশে নিয়মিত আসার কারণে আমরা বাংলাদেশি ক্রিকেটার থেকে শিখছি।’

রাজা মনে করেন বেশি করে বাংলাদেশের বিপক্ষে খেলার কারণে স্পিনটাও রপ্ত হয়ে গেছে জিম্বাবুয়ের। আগে তাঁর সতীর্থরা যেভাবে স্পিনের বিপক্ষে হাঁসফাঁস করত ব্যাপারটা এখন তেমন নেই, ‘আপনি যতই বলেন স্পিনাররা আমাদের বিপক্ষে অনেক উইকেট নিচ্ছে, আমরাও সময়ের সঙ্গে স্পিনের বিপক্ষে রান করা শুরু করেছি। আমরা গতবার যেই ম্যাচটা জিতেছি, সেটাই আদর্শ উদাহরণ।’