২৬১* করল তামিমের সানশাইন স্কুলের সাজ্জাদ

স্কুল ক্রিকেটে আজ চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুলের সাজ্জাদ হোসেন ২৬১ রান করেছে। সৌজন্য ছবি
স্কুল ক্রিকেটে আজ চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুলের সাজ্জাদ হোসেন ২৬১ রান করেছে। সৌজন্য ছবি

চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুলকে সবাই তামিম ইকবালের স্কুল বলেই চেনে। সেই স্কুলেরই ছাত্র সাজ্জাদ হোসেন আজ বঙ্গবন্ধু স্কুল ক্রিকেটে করেছে অপরাজিত ২৬১ রান। বন্দরনগরীর উইমেন্স ক্রিকেট গ্রাউন্ডে জেলা পর্যায়ের খেলায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের বিপক্ষে মাত্র ১১৫ বলেই রানটা করেছেন সাজ্জাদ। ইনিংসটি সাজানো ২৯টি চার ও ১৫টি ছক্কায়।

সাজ্জাদের সতীর্থ আবদুল্লাহ আল শাফায়েত ৮৫ বলে করে ১২২ রান। দুজনের সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৪৮৯ রান তোলে সানশাইন গ্রামার স্কুল। রান তাড়ায় ৬৭ রানে অলআউট হয়ে ৪২২ রানে হেরেছে কলেজিয়েট স্কুল।

বাংলাদেশের জাতীয় স্কুলে ক্রিকেট ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি মোস্তাফিজুর রহমান লিপুর। ২০১৫ সালে গিয়াসউদ্দিন উচ্চবিদ্যালয়ের বিপক্ষে ৩২৫ রান করেছিলেন লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের মোস্তাফিজ।

দিনের অন্য এক ম্যাচে ৭ উইকেট পেয়েছে নড়াইলের হবখালী উচ্চবিদ্যালয়ের বুলবুল। প্রথম ব্যাট করে ১৫৫ রান করেছিল হবখালী, যেখানে সর্বোচ্চ ৩৪ রান অধিনায়ক বুলবুলেরই। এরপর ৭.২ ওভারে ২৩ দিয়ে ৭ উইকেট নিয়ে বিআরডি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়কে ১০৬ রানে গুটিয়ে দেয় বুলবুল।