'বেশি কথা বলো না, ঝামেলা সবারই আছে' - বার্সাকে গার্দিওলার হুঁশিয়ারি

বার্সা সভাপতি বার্তোমেউর ওপর খেপেছেন গার্দিওলা। ছবি: রয়টার্স
বার্সা সভাপতি বার্তোমেউর ওপর খেপেছেন গার্দিওলা। ছবি: রয়টার্স

বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ যেন বিতর্ক পাশ কাটাতেই পারছেন না! কখনো তাঁকে ঘিরে বিতর্ক জমছে, তো কখনো নিজেরই কোনো বেফাঁস মন্তব্য বার্তোমেউকে টেনে নিচ্ছে বিতর্কের কেন্দ্রে।

লিওনেল মেসি ও বার্সেলোনার আরও অনেক কিংবদন্তি খেলোয়াড়ের বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটাতে একটা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন বার্তোমেউ—এই বিতর্ক ফুটবল মাতিয়ে রেখেছে। এর মধ্যে বার্তোমেউ নিজে ম্যানচেস্টার সিটির ওপর উয়েফার দেওয়া নিষেধাজ্ঞা নিয়ে মন্তব্য করে পড়েছেন বার্সেলোনারই কিংবদন্তি খেলোয়াড়-কোচ ও সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলার রোষের মুখে। গার্দিওলা তো সরাসরি হুঁশিয়ারিই দিয়ে রেখেছেন বার্সাকে, বলেছেন, ‘বেশি কথা বলো না! সবাই-ই কখনো না কখনো এমন অবস্থায় জড়ায়!’

আর্থিক সংগতির নীতি (এফএফপি) ভাঙায় সিটিকে আগামী দুই মৌসুম নিজেদের টুর্নামেন্টে (চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপ) নিষিদ্ধ করেছে উয়েফা। সিটি অবশ্য উয়েফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবে বলে জানিয়েছে। এর মধ্যেই সিটির নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্নে বার্তোমেউ বলেছেন, ‘উয়েফাকে আমি ধন্যবাদ জানাই। কারণ এফএফপি নিয়ে গত কয়েক বছরে তারা দারুণ কাজ করেছে।’ সঙ্গে নিজেদের ঢোলও পেটালেন বার্সা সভাপতি, ‘আমরা নিয়মিত নিজেদের হিসাব তদন্ত করি, ফুটবলের সবকিছুতেই উয়েফাকেও সমর্থন করেছি।’

বার্তোমেউ ভুল কিছু বলেননি। সিটিকে আঘাত করেও কিছু বলেননি। কিন্তু কথাটা বলেছেন সম্ভবত ভুল সময়ে। আরেকটা ক্লাবের কঠিন সময়ে হয়তো আরেকটু ‘কূটনৈতিক’ উত্তরই বার্সা সভাপতির কাছ থেকে প্রত্যাশা করেছিল সিটি। ক্লাবটার কোচ গার্দিওলা হয়তো সে কারণেই খ্যাপা।

এমনিতেই গার্দিওলার সঙ্গে বার্তোমেউর মেলে না বলে গুঞ্জন। বার্সায় সভাপতি নির্বাচন ঘিরে রাজনীতির অনেক বড় প্রভাব থাকে, গার্দিওলা সেখানে বার্তোমেউর প্রতিদ্বন্দ্বী ভিক্তর ফন্ত ও সাবেক বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার বন্ধু বলে পরিচিত। তারওপর নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে বার্সার যে কিংবদন্তিদের বিরুদ্ধে বার্তোমেউ কুৎসা রটিয়েছেন বলে গুঞ্জন, তার মধ্যে একজন গার্দিওলাও। সিটি কোচের খ্যাপার নেপথ্যে থাকতে পারে সেসবও।

সব মিলিয়েই হয়তো সাবেক ক্লাবের প্রতি বার্সেলোনার এই হুঁশিয়ারি। লিগে ওয়েস্ট হামের বিপক্ষে কাল সিটির ২-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে সিটির নিষেধাজ্ঞা নিয়ে বার্তোমেউর মন্তব্য নিয়ে প্রশ্নে গার্দিওলার উত্তরটা হলো ঝাঁঝ মাখানো, ‘(সিটিতে) সবাই বিশ্বাস করে তারা যা করেছে, সেটা ঠিক। তাই আমরা আপিল করব। তবে বার্সেলোনাকে বলব, “বেশি আওয়াজ কোরো না।” এটাই আমার পরামর্শ, ‘‘বেশি আওয়াজ কোরো না, বার্সেলোনা!’’ কারণ সব ক্লাবই কমবেশি এমন ঝামেলায় জড়িয়ে থাকে।’ মাঠেও যেন বার্সেলোনাকে জবাব দেওয়ার অপেক্ষায় গার্দিওলা, ‘আমরা আপিল করব, আশা করি (আপিলে জিতে) ভবিষ্যতে আমরা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে খেলব।’

কিন্তু সব ক্লাবই কমবেশি এসব ঝামেলায় জড়িয়ে থাকে বলতে কি বার্সেলোনাকে নিয়ে অন্য কোনো ইঙ্গিত দিলেন গার্দিওলা?