কী কথা দিলেন মুমিনুল

কথাই দিয়ে দিলেন মুমিনুল। ছবি: শামসুল হক
কথাই দিয়ে দিলেন মুমিনুল। ছবি: শামসুল হক
>

গত পাঁচ টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের কাছ থেকে আসেনি সেঞ্চুরি। মুমিনুল হক আত্মবিশ্বাসী, এবার জিম্বাবুয়ের বিপক্ষে তাঁরা রানখরা কাটিয়ে উঠবেন

এক ফেব্রুয়ারি থেকে আরেক ফেব্রুয়ারি—মধ্যে পেরিয়ে গেছে এক বছর। গত বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে একসঙ্গে সেঞ্চুরি পেয়েছিলেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান। পরের পাঁচ টেস্টে তিন অঙ্কের দেখা পাননি আর কোনো ব্যাটসম্যান।

ব্যাটসম্যানদের কাছ থেকে লম্বা ইনিংস না আসা মানেই দলীয় স্কোরের বাজে অবস্থা! হয়েছেও তা-ই। গত পাঁচ টেস্টের ১০ ইনিংসের কোনোটিতেই বাংলাদেশের স্কোর ২৫০ পেরোয়নি। ভালো স্কোর না গড়ার খেসারত হিসেবে তামিম-মুমিনুলদের প্রতিটি টেস্ট হারতে হয়েছে বাজেভাবে।

কেন গত এক বছরে দুর্দান্ত ইনিংস দেখা যায়নি ব্যাটসম্যানদের কাছ থেকে, সে ব্যাখ্যায় আজ মিরপুরের সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক প্রতিশ্রুতি দিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে তাঁরা সেঞ্চুরি-খরা ঘোঁচাবেনই, ‘এতগুলো ইনিংসে একটা সেঞ্চুরি না থাকা মানে আপনি নিচের দিকেই আছেন। আমার কাছে মনে হয় দেখুন খেলোয়াড়দের কখনো কখনো বাজে সময় যায়। দল হিসেবে আমরা হয়তো সেই খারাপ সময়টা পার করছি। আমরা এটা কাটিয়ে ওঠার কাজ করছি। খুব শিগগির…কথা দিচ্ছি, কথাই দিয়ে দিলাম আপনাদের।’

শুধু সেঞ্চুরি-খরা ঘোচানোর প্রতিশ্রুতিই দিচ্ছেন না; মুমিনুল বলছেন, এবার তাঁদের দৃষ্টি অনেক ওপরে, ‘আমার কথা বলছি না, পুরো দলের কথাই বলছি। সংবাদ সম্মেলনে নিজের কথা বলি না, দলের কথাই বলি। আমাদের দলের কেউ ১০০, ২২০ কিংবা ৩০০ রানও করতে পারে। কথা দিলাম কেউ না কেউ এবার বড় ইনিংস খেলবে ইনশাআল্লাহ।’

মুমিনুলের এই আত্মবিশ্বাস মাঠে কতটা দেখা যায়, এখন সেটির অপেক্ষা।