পিএসএলের ডাগআউটে মোবাইল ফোনে কিসের আলাপ?

পিএসএলে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচের সময় ডাগআউটে মোবাইল ফোনে কথা বলেছেন করাচি কিংসের এক কর্মকর্তা।ছবি: সাজ সাদিক টুইটার
পিএসএলে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচের সময় ডাগআউটে মোবাইল ফোনে কথা বলেছেন করাচি কিংসের এক কর্মকর্তা।ছবি: সাজ সাদিক টুইটার
>

পিএসএলে করাচি কিংস আর পেশোয়ার জালমির ম্যাচ জন্ম দিয়েছে বিতর্কের। ম্যাচটি চলাকালে কিংসের ডাগআউটে একজনকে মোবাইল ফোনে কথা বলতে দেখা গেছে

পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলের দিকে সন্দেহের দৃষ্টি আগে থেকেই। বিতর্ক এড়াতেই হয়তো টুর্নামেন্ট শুরুর আগে সব খেলোয়াড়ের শপথ করানো হয়েছে যে এবার ‘ফেয়ার প্লে’র নিয়মনীতি মেনে চলবেন সবাই। কোনো টুর্নামেন্টে এমন শপথ পড়ানোর ঘটনা সম্ভবত এটাই প্রথম। কিন্তু এই শপথ পড়িয়েও কি বিতর্ক এড়াতে পারছে পিএসএল?

গতকাল করাচি কিংস আর পেশোয়ার জালমির ম্যাচই যে জন্ম দিয়েছে বিতর্কের। ম্যাচটি চলাকালে কিংসের ডাগআউটে একজনকে মোবাইল ফোনে কথা বলতে দেখা গেছে। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর অনেকেই ম্যাচটি থেকে ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন।

ম্যাচ চলাকালে মোবাইল ফোনে কী এমন কথা বলছিলেন ওই লোক আর কার সঙ্গেই–বা বলছিলেন? টুইটারে এমন সব প্রশ্ন করে যাচ্ছেন সাধারণ ক্রিকেট অনুসারী থেকে শুরু করে পণ্ডিতেরা। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার লিখেছেন, ‘ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করাটা চরম ভুল কাজ।’ ক্রিকেট থেকে দুর্নীতি দূর করতে ২০১১ সালে আইসিসি একটি নিয়ম চালু করে। সেই নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে ড্রেসিংরুমে খেলোয়াড়দের মোবাইল ফোন ব্যবহারের কোনো অনুমতি নেই।

কিংসের প্রধান কোচ ডিন জোন্স অবশ্য গতকালের ঘটনার একটি ব্যাখ্যা দিয়েছেন। তাঁর কথা, দলের প্রধান নির্বাহী আর ম্যানেজারের ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করার বিধান রয়েছে। আর কিংসের ডাগআউটে মোবাইল ফোনে কথা বলছিলেন দলের ম্যানেজার তারিক ওয়াসি। আইসিসির নিয়ম অনুযায়ী ম্যানেজার বা প্রধান নির্বাহী মোবাইলে শুধু দুটি ক্ষেত্রেই কথা বলতে পারবেন—প্রথমত দলের ক্রিকেট পরিচালনা বিষয়ে আর কোনো কর্মকর্তা বা খেলোয়াড়ের একান্ত জরুরি বিষয় সামনে এলে। ডিন জোন্স বলেছেন, তারিক ওয়াসি কিংসের পরের দিনের অনুশীলনের সূচি ঠিক করা নিয়ে কারও সঙ্গে কথা বলছিলেন মোবাইলে।

জালিমর বিপক্ষে কালকের ম্যাচটি অবশ্য ১০ রানে জিতেছে কিংস।