মেসি জড়িয়ে ধরায় তিনি জার্সি ধোবেন না

>বার্সেলোনার হয়ে কাল অভিষেক ঘটে মার্টিন ব্রাথওয়েটের। মেসিকে দিয়ে একটি গোলও করিয়েছেন তিনি
ব্রাথওয়েটকে জড়িয়ে ধরছেন মেসি। ছবি: এএফপি
ব্রাথওয়েটকে জড়িয়ে ধরছেন মেসি। ছবি: এএফপি

বার্সেলোনায় যোগ দেওয়ার আগে মার্টিন ব্রাথওয়েটকে কয়জন চিনতেন? এমন প্রশ্ন উঠতেই পারে। ফুটবলের একেবারে পাঁড় ভক্ত না হলে ড্যানিশ এই স্ট্রাইকারকে না চেনাই স্বাভাবিক। বার্সায় যোগ দেওয়াই ব্রাথওয়েটের ক্যারিয়ারে এ পর্যন্ত সর্বোচ্চ সাফল্য—বলবেন অনেকেই। তবে কাল এ সাফল্যকেও ছাপিয়ে গেছেন ব্রাথওয়েট। এইবারের বিপক্ষে বার্সার ৫-০ গোলে জয়ের নেপথ্যে বেশ ভালো ভূমিকা ছিল ব্রাথওয়েটের।

ব্রাথওয়েটের ক্রস থেকে নিজের চতুর্থ গোলটি পেয়েছেন লিওনেল মেসি। বার্সার শেষ গোলেও ভূমিকা ছিল ২৮ বছর বয়সী এ স্ট্রাইকারের। তাঁর শট এইবার গোলরক্ষক রুখে দিলে ফিরতি শটে গোল করেন আর্থার মেলো। নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে মাঠে নেমে এমন পারফরম্যান্সে ব্রাথওয়েটের খুশি না হওয়ার কোনো কারণ নেই। তবে তিনি সবচেয়ে বেশি খুশি সম্ভবত অন্য একটি কারণে। গোলের পর মেসি যে ব্রাথওয়েটকে জড়িয়ে ধরেছিলেন!

ম্যাচ শেষে ব্রাথওয়েট বলেন, ‘পাসের জন্য মেসির অভিনন্দন পেয়েছি। সে অসাধারণ মানুষ। আমাকে সহজ করেছে ক্লাবে। পাস দেওয়ার সময় আমাকে খুঁজেছে। জার্সিটা আমি আর পরিষ্কার করছি না, কারণ সে আমাকে জড়িয়ে ধরেছিল। তাকে দিয়ে গোল করাতে পেরে আমি সত্যিই ভীষণ আনন্দিত।’

লেগানেস থেকে ১৮ মিলিয়ন ইউরোয় বার্সায় যোগ দেন ব্রাথওয়েট। আঁতোয়ান গ্রিজমানের বদলি হয়ে মাঠে নামেন তিনি। ক্যাম্প ন্যুতে বার্সা সমর্থকেরা তখন ভালোভাবেই বরণ করে নিয়েছেন ব্রাথওয়েটকে। তিনি বলেন, ‘বরণ করে নেওয়াটা ছিল অসাধারণ ব্যাপার। এসব ছোটবেলায় টেলিভিশনে দেখেছি। এখানে খুব ভালো লাগছে। নিজেকে সুখী লাগছে।’