বিয়েবাড়িতেও 'অলরাউন্ডার' সোবার্স

নাচছেন সোবার্স। ছবি : অনিল চোপড়ার টুইটার থেকে নেওয়া
নাচছেন সোবার্স। ছবি : অনিল চোপড়ার টুইটার থেকে নেওয়া
>খেলার মাঠে অলরাউন্ডার হিসেবে গ্যারি সোবার্সের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। কিন্তু ব্যক্তিগত জীবনেও সোবার্স যে ‘অলরাউন্ডার’ সেটাও বোঝা গেল। এক বিয়েবাড়িতে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়ে এক চোট নেচে এসেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি

বয়স হয়ে গেছে ৮৩। এই বয়সে অধিকাংশ মানুষের বিছানায় পড়ে যাওয়ার কথা। হাঁটা চলা তো দূর, অনেকে নড়তেই পারেন না। কিন্তু স্যার গারফিল্ড সোবার্স তো আর দশ জনের মতো নন, তাই না? সেটাই আরেকবার প্রমাণ করে দিলেন তিনি। এই বয়সে এসে দেখিয়ে দিলেন, নাচের মুদ্রা এখনো ভালোই জানা আছে তাঁর!

ক্রিকেট মাঠে অলরাউন্ডারদের ‘রোল মডেল’ তিনি। আজকের আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, জেসন হোল্ডাররা অলরাউন্ডার হয়েছেন তো তাঁকে দেখেই! তবে শুধু খেলার মাঠের ওই বাইশ গজেই নয়, জীবনের বিস্তীর্ণ ক্যানভাসেও তিনি সব্যসাচী। জীবনকে এখনো উপভোগ করছেন পুরোদমে। সেদিনের কথাই ধরুন, একটা বিয়েবাড়িতে আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলেন তিনি। বার্বাডোজে থাকা এক ভারতীয় লোকের বাসায় বিয়ে খেতে গিয়ে অন্যান্য অতিথিদের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে সময় কাটিয়েছেন সোবার্স। নেচেছেন, আনন্দ করেছেন। এই বয়সে অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে ‘জিয়া হো জিয়া কুছ বোল দো’ গানের সুরে নেচেছেন তিনি।

সোবার্সের সেই নাচের ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ছড়িয়ে দিয়েছেন এভিয়েটর অনিল চোপড়া বলে একজন টুইটার ব্যবহারকারী—সেই বিয়ের অনুষ্ঠানের আরেক আমন্ত্রিত অতিথি। সে ভিডিও ‘ভাইরাল’ হতে বেশি সময় নেয়নি। টুইটের ক্যাপশনে অনিল লিখেছেন, ‘বার্বাডোজে এক ভারতীয় বিয়ের অনুষ্ঠানে নাচছেন স্যার গ্যারি সোবার্স। বয়স আশি ছাড়ালেও ছন্দে ছন্দে তাঁর নাচার ক্ষমতা মুগ্ধ করার মতো!’