'হাসিখুশি' বাংলাদেশকে দেখছে ভারত

বাংলাদেশ দলকে উদ্যমী ও হাসিখুশি মনে করেন ভারতীয় ক্রিকেটাররা। ছবি: এএফপি
বাংলাদেশ দলকে উদ্যমী ও হাসিখুশি মনে করেন ভারতীয় ক্রিকেটাররা। ছবি: এএফপি
>বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ‘হাসিখুশি’ মনে করেন ভারতীয় ক্রিকেটাররা।

বাংলাদেশ নারী ক্রিকেট দল কতটা উন্নতি করেছে, এটা হারমানপ্রীত কউর, বেদা কৃষ্ণমূর্তিরা খুব ভালো করে জানেন। ২০১৮ সালে কুয়ালালামপুরে এশিয়া কাপ ক্রিকেটে দুইবার হারের তিক্ত স্বাদ যে খুব সহজেই ভুলে যাওয়ার নয়। পরিস্কার ফেবারিট ভারত এশিয়া কাপে কীভাবে বাংলাদেশের কাছে দুবার হারল, সেটা অনেকের কাছেই এখনো রহস্য। তবে বাংলাদেশের মেয়েরা অসম্ভবকে সম্ভব করেছিল কেবল দৃঢ় প্রত্যয় আর অসামান্য মনোবলকে পুঁজি করেই। ভারতীয় নারী দল সালমা খাতুনদের এই মানসিকতাকেই দেখেন শ্রদ্ধার চোখে। তাদের চোখে, বাংলাদেশ দলটা দারুণ হাসিখুশি। দলটা যেকোনো মূল্যেই জিততে চায়।

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শুরুটা দুর্দান্ত হয়েছে। ফেবারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার পরিচয়টা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। আজকের ম্যাচে যেকোনো বিচারেই বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। কিন্তু ভারতীয় অধিনায়ক হারমানপ্রীতে ম্যাচটি নিয়ে যথেষ্টই সাবধানী, ‘বাংলাদেশকে খাটো করে দেখার কোনো সুযোগ দেখি না। তারা এমন একটা দল, যারা প্রতিনিয়ত উন্নতি করছে। বাংলাদেশকে এ মুহূর্তে যথেষ্ট ভালো দল বলেই মনে হচ্ছে।’

এবারের বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে ‘অন্যরকম’ মনে করেন ভারতীয় ব্যাটার বেদা কৃষ্ণমূর্তি, ‘আপনি যদি দুই–তিন বছর আগের বাংলাদেশ দলটার দিকে তাকান, সে তুলনায় তারা অনেক এগিয়ে গেছে। যথেষ্ট উন্নতি করেছে। দলটা খুব হাসি–খুশি, উদ্যমী। গত কয়েক বছর ধরে প্রায় একই দল খেলছে বাংলাদেশের। বিশ্বকাপে তারা কেমন করে, এটাই এখন দেখার বিষয়।’