তামিমের কাছে আবদার, 'জাতীয় দলে সুযোগ করে দিন'

হলুদ টি-শার্ট পরা ছেলেটিই তামিমকে অনুরোধ জানায় জাতীয় দলে সুযোগ করে দিতে। ছবি: প্রথম আলো
হলুদ টি-শার্ট পরা ছেলেটিই তামিমকে অনুরোধ জানায় জাতীয় দলে সুযোগ করে দিতে। ছবি: প্রথম আলো
বেশ বিপদেই পড়ে গিয়েছিলেন তামিম ইকবাল। মাঠে উপস্থিত এক খুদে দর্শক তাঁর কাছে আবদারই করে বসল জাতীয় দলে সুযোগ করে দেওয়ার


মাত্রই শেষ হয়েছে মিরপুর টেস্ট। বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্রতিপক্ষ জিম্বাবুয়ের সঙ্গে কুশল বিনিময় পর্ব শেষ। শেষ হলো পুরস্কার বিতরণী পর্বও। বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্রায় সবাই এক এক করে ফিরে গেলেন ড্রেসিং রুমে। ওপেনার তামিম ইকবাল একটু দেরিতে ফিরছিলেন ড্রেসিং রুমের দিকে। একই সময় ড্রেসিং রুমের সামনে সংবাদ সম্মেলন করছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

হঠাৎ এক খুদে দর্শকের ডাকে থামলেন তামিম। পরে জানা গেল ছেলেটির নাম মোহাম্মদ ইবনে কায়সার। কায়সার তামিমের কাছে অদ্ভুত এক আবদারই করে বসল। অনুনয়-বিনয় করে তামিমকে বলে তাকে জাতীয় দলে সুযোগ করে দিতে। প্রিয় তারকাকে নিজের ইচ্ছার কথা বলে আবেগ ধরে রাখতে পারেনি কায়সার। তামিমও তাঁকে বুঝিয়েছেন, ‘এভাবে কি জাতীয় দলে সুযোগ মেলে?’

কায়সারের দাবি, সে লেগ স্পিনার। এটি দিয়েই জাতীয় দলে সুযোগ করে নিতে চায়। নাছোড় কায়সার এরপর তামিমকে অনুরোধ জানায়, তাকে বিকেএসপিতে সুযোগ করে দিতে। তামিম এরপর বলেন, ‘বিকেএসপিতে সুযোগ করে নিতেও ট্রায়াল দিতে হবে।’
হতাশ কায়সার এরপর তামিমকে আরও একটি অনুরোধ জানায়, ‘তাহলে পাপন ভাইয়ের (নাজমুল হাসান) সঙ্গে আমার দেখা করিয়ে দিন ভাই। একটু বলেন না দয়া করে।’

তামিম এর কী উত্তর দেবেন! দৃশ্যপটে তখন পুলিশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ড থেকে এরপর কায়সারকে তারা সরিয়ে নেন।