নাজমুলের আশা, করাচি যাবেন মুশফিক

পাকিস্তান সফর নিয়ে মুশফিক কি বদলাবেন তাঁর সিদ্ধান্ত। ছবি: প্রথম আলো
পাকিস্তান সফর নিয়ে মুশফিক কি বদলাবেন তাঁর সিদ্ধান্ত। ছবি: প্রথম আলো

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার নিয়ে হাসিমুখে ড্রেসিংরুমে ফিরছিলেন মুশফিকুর রহিম। এবার তাহলে পাকিস্তান সফরে যাচ্ছেন? মুচকি হাসলেন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রানসংগ্রাহক, ‘অপেক্ষা করুন। সময় এলে জানাব।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের সুযোগ দিয়েছিল পাকিস্তান সফরকে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ বলার। মুশফিকুর রহিম ‘না’-এর পাশে টিক মেরেছিলেন। তাঁর সতীর্থরা অবশ্য দুবার পাকিস্তান সফর করে এসেছেন। লাহোরে টি-টোয়েন্টি সিরিজ এবং রাওয়ালপিন্ডি টেস্ট খেলতে না যাওয়ায় বোর্ডের কম কথা শুনতে হয়নি মুশফিককে।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ডাবল সেঞ্চুরি করা মুশফিক কি এবার সিদ্ধান্ত বদলাবেন? যাবেন করাচিতে পাকিস্তান সফরের শেষ পর্বে? বিসিবি সভাপতি নাজমুল হাসান আশাবাদী, মুশফিককে তাঁরা পাবেন, ‘আশা করছি সে যাবে। সে শুধু না, প্রতিটি চুক্তিবদ্ধ খেলোয়াড়ের যাওয়া উচিত (বাংলাদেশের হয়ে বিদেশ সফরে)। খেলোয়াড়দের দেশের কথাও চিন্তা করতে হবে। সব সময় নিজের কথা চিন্তা করলে হবে না। যেটি ব্যক্তিগতভাবে মনে করি। প্রত্যেকের কাছেই পরিবারের কথা গুরুত্বপূর্ণ। কিন্তু দেশটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

নাজমুল বিশ্বাস করেন সতীর্থদের কাছে পাকিস্তান সফরের অভিজ্ঞতা শুনলে চিন্তা-ভাবনা বদলাতে পারে মুশফিকের। বিসিবি সভাপতি রসিকতার সুরে বললেন, ‘ঠিক আছে একটা ভয় ছিল। যারা গেছে তাদের ভয় ছিল না? আমাদের খেলোয়াড়েরা সেখানে খেলে এসেছে। ওর বাড়ির লোকেও (ভায়রা ভাই মাহমুদউল্লাহ) তো খেলে এসেছে! রিয়াদের (মাহমুদউল্লাহ) কিছু হবে না, শুধু ওর জন্যই বাড়ির লোক কান্নাকাটি করবে নাকি? রিয়াদের কাছ থেকেও সে শুনতে পারে পাকিস্তান সফর নিয়ে। তবে পাকিস্তান সফর নিয়ে আমরা জোরাজুরি করব না। তবে সবার সঙ্গে কথা বলে ওর যাওয়া উচিত।’

বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুলও আশাবাদী দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যানকে পাবেন করাচিতেও, ‘অবশ্যই আমি মুশফিক ভাইকে চাই পাকিস্তান সিরিজে। তবে আমার সঙ্গে এ ব্যাপারে কোনো কথা হয়নি।’