সাইডবেঞ্চে জাতীয় দলের শিষ্যরা, হতাশ জেমি

প্রিমিয়ার লিগে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় খেলার সুযোগ পাচ্ছেন না। এ জন্য হতাশ জেমি ডে
হতাশ জেমি ডে। ফাইল ছবি
হতাশ জেমি ডে। ফাইল ছবি

প্রিমিয়ার লিগ শুরু হয়েছে ১৩ ফেব্রুয়ারি। ছুটি কাটিয়ে বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডে ঢাকায় ফিরেছেন ২০ ফেব্রুয়ারি। ঘুরে ঘুরে দেখছেন লিগের ম্যাচ। সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচ দেখতে গিয়েছিলেন ময়মনসিংহেও। লিগে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় খেলার সুযোগ না পাওয়ায় তিনি হতাশ।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ৮ ম্যাচের ৪টিই গত বছর খেলে ফেলেছে বাংলাদেশ। বাকি ৪ ম্যাচের তিনটি এ বছর ঘরের মাটিতে খেলবে দল। আগামী ২৬ মার্চ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ। স্বাধীনতা দিবসের দিন ম্যাচটি সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা। জেমি এ ম্যাচের আগে ১০ দিনের ক্যাম্প করার কথা বলেছেন। এর মধ্যে ৪-৫ দিন ক্যাম্প হবে সিলেটে।

জেমি হতাশ জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়কে খেলার সঙ্গে সম্পৃক্ত না দেখেই, ‘কয়েকজন তো বদলি হিসেবেও খেলার সুযোগ পাচ্ছে না। খেলার সঙ্গেই কোনো সম্পৃক্ততা নেই। এটি নিয়ে আমি বেশ হতাশ। তবে আমার হাতে ৩ সপ্তাহ সময় আছে।’

আফগানিস্তান ম্যাচের আগে জাতীয় দলে কিছুটা পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন জেমি, ‘যদি জাতীয় দলের খেলোয়াড়েরা চোটে থাকেন, অথবা জাতীয় দলের মান অনুযায়ী পারফরম করতে না পারেন, তাহলে আমার দলে পরিবর্তনও আসতে পারে। সে ক্ষেত্রে নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে পারি আমি।’