করোনোভাইরাস সতর্কতায় 'বন্ধ দরজা' ম্যাচ খেলবেন রোনালদোরা

জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
>করোনাভাইরাস মহামারি হিসেবে ছড়িয়ে পড়ায় জুভেন্টাস-ইন্টার মিলান ম্যাচ ‘ক্লোজ ডোর’ অনুষ্ঠিত হবে

করোনাভাইরাস মহামারি হয়ে ছড়িয়ে পড়ায় ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে ইতালিয়ান সিরি’আ কর্তৃপক্ষ। গত ইন্টার মিলানের ম্যাচসহ মোট চারটি ম্যাচ স্থগিত করেছিল তারা। এবার এই সপ্তাহে সিরি’আতে পাঁচটি ম্যাচ ‘দর্শকহীন’ মাঠে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ম্যাচগুলো হবে ‘ক্লোজ ডোর’ বা বন্ধ দরজা।

রোববার ঘরের মাঠে ইন্টার মিলানের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোদের জুভেন্টাস। এ ম্যাচ ছাড়াও উদিনেসে, এসি মিলান, পার্মা ও সাসুয়ালোর ম্যাচ ‘দর্শকহীন’ মাঠে খেলানোর সিদ্ধান্ত হয়েছে। তবে সোমবার সাম্পদোরিয়ার নির্ধারিত ম্যাচ মাঠে গড়াবে কি না, সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

করোনাভাইরাস ঝুঁকিতে রয়েছে ইতালির উত্তরাঞ্চলীয় অঞ্চল। সেখানে ১০টিরও বেশি শহর আগেই বন্ধ ঘোষণা করা হয়েছে। ২২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ‘ক্লোজ ডোর’ ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে সিরি’আ কর্তৃপক্ষ। এর মধ্যে ৭ জন মারাও গেছেন। কাল ইউরোপা লিগ শেষ ষোলোয় লুডোগোরেটসের মুখোমুখি হবে ইন্টার। করোনাভাইরাস ছড়িয়ে পড়া থামাতে এটাও হবে ‘দর্শকহীন’ ম্যাচ।