'এখন জিম্বাবুয়েকে ধবলধোলাই করতে চাই'

সাড়ে চার বছর পর ওয়ানডেতে ফিরেছেন আল আমিন। ছবি: প্রথম আলো
সাড়ে চার বছর পর ওয়ানডেতে ফিরেছেন আল আমিন। ছবি: প্রথম আলো

বিসিএলের শিরোপা জিতেছে আল আমিন হোসেনের বিসিবি দক্ষিণাঞ্চল। কাল শিরোপা জয়ের আনন্দের মধ্যে একটা দুঃসংবাদ পেয়েছেন ৩০ বছর বয়সী পেসার। খেলার মধ্যে আপত্তিকর অঙ্গভঙ্গি ও ভাষা ব্যবহার করায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে। এই জরিমানা নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত মনে হলো না তাঁকে।

আজ বাংলাদেশ দলের খেলোয়াড়দের ছুটি থাকলেও পাঁচ বছর বয়সী ছেলে মিনহাজকে নিয়ে বিসিবি একাডেমিতে এসেছিলেন আল আমিন। বিসিএল পেছনে রেখে তাঁর চোখ এখন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে দাপটের সঙ্গে টেস্ট খেলেছে বাংলাদেশ, ওয়ানডে সিরিজে ধবলধোলাই যে একমাত্র লক্ষ্য, সেটি সরাসরি বলে দিলেন আল আমিন, ‘টেস্টে যেভাবে বাংলাদেশ খেলেছে, ওয়ানডেতে ওদের ধবলধোলাই করতে পারলে আরও ভালো। যেভাবে খেলছি, ওদের ধবলধোলাই করা উচিত আমাদের। যদি না করতে পারি আমাদের ব্যর্থতা।’

বিসিবি সভাপতি সরাসরি না বললেও আকারে-ইঙ্গিতে জানিয়েছেন ৮ মার্চ বোর্ড সভায় ঠিক হতে পারে বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে সেই অধিনায়ক যে মাশরাফি বিন মুর্তজা হবেন না সেটি অনেকটাই নিশ্চিত। ধরে নেওয়া হচ্ছে, দেশের মাঠে অধিনায়ক হিসেবে শেষ সিরিজ খেলতে যাচ্ছেন মাশরাফি। যদি তাই হয়, জিম্বাবুয়েকে ধবলধোলাই করা কি দেশের সবচেয়ে সফল অধিনায়কের শেষটা স্মরণীয় করে রাখতে?

আল আমিন শুধু মাশরাফিতে চোখ রাখতে আগ্রহী নন। অভিজ্ঞ এ পেসার বলছেন নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতেই জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া দরকার, ‘গত কয়েকটা সিরিজ আমাদের ভালো যায়নি। আমরা যদি এবার ওদের ধবলধোলাই করতে পারি সেটা আমাদের জন্যই ভালো হবে। সেটা শুধু মাশরাফি ভাইয়ের জন্যই নয়, দেশের ক্রিকেটের জন্য। ধবলধোলাই করতে পারলে আমাদের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়বে। যেটা সামনের সিরিজগুলোয় কাজে দেবে।’

সাড়ে চার বছর বাংলাদেশ ওয়ানডে দলে ফিরেছেন আল আমিন। কোচ রাসেল ডমিঙ্গো চান তিনি সাদা বলেই বেশি মনোযোগী হন। আল আমিন অবশ্য নির্দিষ্ট কোনো বলের ক্রিকেটে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না, ‘শুধু সাদা বলের চিন্তা করলে তো বিসিএল ফাইনাল খেলতে যেতাম না! সাদা বলের অনুশীলনই করতাম। যারা টেস্টে ছিল না, কোচের সঙ্গে সাদা বলে অনুশীলন করেছে। আমারও করার কথা ছিল। কিন্তু বিসিএল ফাইনাল খেলতে গিয়েছি। এখন টিম ম্যানেজমেন্টে যাঁরা থাকেন, তাঁদের নানা রকম ভাবনা থাকে কাকে কীভাবে কাজে লাগাবে। আমার চিন্তা-ভাবনা, সব বলে খেলতে চাই। যেখানে সুযোগ আসবে, ভালো করার চেষ্টা করব।’