মিরাজের বাসা থেকে ২৭ ভরি সোনা, ৬ হাজার ডলার চুরি

চুরি হয়েছে মিরাজের বাসায়। প্রথম আলো ফাইল ছবি
চুরি হয়েছে মিরাজের বাসায়। প্রথম আলো ফাইল ছবি

সময়টা খুব খারাপ যাচ্ছে মেহেদী হাসান মিরাজের। দেশের মাঠে প্রথমবারের মতো বাংলাদেশ টেস্ট একাদশের বাইরে থাকার তিক্ত স্বাদ পেয়েছেন। আজ সন্ধ্যায় তাঁর আরেক দুঃসংবাদ। মিরাজের মিরপুরের ফ্ল্যাট থেকে চুরি হয়েছে ২৭ ভরি স্বর্ণালংকার আর মূল্যবান বৈদেশিক মুদ্রা।

মিরাজ থাকেন মিরপুরে বিজয় রাকিন সিটির একটি ফ্ল্যাটে। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট চলায় দলের সব খেলোয়াড়ের মতো তাঁকেও থাকতে হয়েছে টিম হোটেলে। হোটেলে মিরাজের সঙ্গে ছিলেন স্ত্রী রাবেয়া আখতারও। গত পাঁচ দিন তাঁর ফ্ল্যাট ছিল ফাঁকা। আজ দুজন ফিরে দেখেন চুরি হয়েছে বাসায়। বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডারের পারিবারিক সূত্রে জানা গেল, মিরাজের মায়ের ৭ ভরি আর স্ত্রীর ২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। যেটির বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। সোনার সঙ্গে চুরি হয়েছে ৬ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যেটি ৫ লাখ ১০ হাজার টাকা।

বাসায় চুরি নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় কাফরুল থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন মিরাজ। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিমুজ্জামান প্রথম আলোকে জানিয়েছেন, নকল চাবি ব্যবহার করে ফ্ল্যাটে ঢোকে।

এ বিষয়ে মিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।