কোহলির ব্যর্থতায় 'নাম্বার ওয়ান' স্মিথ

ওয়েলিংটন টেস্টে কোহলির ব্যর্থতা অষ্টমবারের মতো ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠিয়েছে স্টিভ স্মিথকে। ফাইল ছবি
ওয়েলিংটন টেস্টে কোহলির ব্যর্থতা অষ্টমবারের মতো ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠিয়েছে স্টিভ স্মিথকে। ফাইল ছবি

গত ডিসেম্বরে স্টিভ স্মিথের ব্যর্থতা আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বর বানিয়েছিল বিরাট কোহলিকে। ২ মাস ২২ দিন পর মুদ্রার উল্টো পিঠ দেখলেন ভারত অধিনায়ক। নিউজিল্যান্ডে ওয়েলিংটন টেস্টের ব্যর্থতার মূল্য দিয়ে শীর্ষস্থান খুইয়েছেন কোহলি। কোহলির পয়েন্ট কমে যাওয়ায় সুযোগে আবারও শীর্ষ উঠেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ।

মিরপুর টেস্টের পারফরম্যান্স প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে এগিয়ে দিয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিম, মুমিনুল হক ও নাঈম হাসানদের। জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি পাঁচ ধাপ এগিয়ে দিয়েছেন মুশফিককে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক উঠে এসেছেন ২০তম স্থানে। টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকই সবার ওপরে। পাঁচ ধাপ এগিয়েছেন বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুলও, ৩৯ নম্বরে উঠেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগোলেও আছেন ১০৪ নম্বরে।

মিরপুর টেস্টে ৯ উইকেট নেওয়া অফ স্পিনার নাঈম হাসান ২৯ ধাপ এগিয়ে উঠেছেন ক্যারিয়ার সেরা ৩৮তম স্থানে। পেসার আবু জায়েদও ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৪৬ নম্বরে। টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম এক ধাপ এগিয়ে উঠেছেন ২৪ নম্বরে।

ওয়েলিংটন টেস্টে দুই ইনিংস মিলিয়ে কোহলি করেছেন মাত্র ২১ রান। তাতে ২২ রেটিং পয়েন্ট হারিয়েছেন ভারত অধিনায়ক। এই সুযোগে ৯১১ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেলেন স্মিথ। কোহলির সর্বশেষ রেটিং পয়েন্ট ৯০৬।

স্মিথ প্রথম শীর্ষে উঠেছিলেন ২০১৫ সালের জুনে। সেই থেকে টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে স্মিথ-কোহলিদেরই রাজত্ব। এই সময়ে স্মিথ-কোহলি ছাড়া শীর্ষে উঠেছিলেন শুধু কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ব্যাটসম্যান ২০১৫ সালে মাত্র ৮ দিনের জন্যই উঠেছিলেন শীর্ষে।

বোলিং ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে কোনো পরিবর্তন নেই। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ধরে রেখেছেন তা।