এত রান কখনোই দেননি সালমারা

দুরন্ত সূচনা করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। ছবি: টি-টোয়েন্টি বিশ্বকাপ টুইটার পেজ
দুরন্ত সূচনা করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। ছবি: টি-টোয়েন্টি বিশ্বকাপ টুইটার পেজ
>

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে ১ উইকেটে ১৮৯ রান তুলেছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মেয়েরা এর আগে কখনো খেলেনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেট দল এর আগে কখনো অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়নি। আর এই অস্ট্রেলিয়াই বর্তমানের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ তাদের ঘরে হওয়ায় বোঝাই যাচ্ছিল, মেগ ল্যানিংয়ের দলের মুখোমুখি হলে কঠিন চ্যালেঞ্জের সামনেই পড়তে হবে বাংলাদেশকে। প্রথম ইনিংস পর্যন্ত তাই দেখা গেল। আগে বল করে অস্ট্রেলিয়ার ১টি উইকেট ফেলতে পেরেছে সালমা খাতুনের দল।

মানুকা ওভালে টস হেরে আগে বোলিং করা জাহানারা আলম-সালমারা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের সামনে দাঁড়াতে পারেনি। দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি পাওয়ার প্লে-তে (৬ ওভার) তুলেছেন ৫৩ রান। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার গড় রানরেট ছিল ১০ ছুঁইছুঁই (৯.৬০)। পরের ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে আরও ৯৩ রান তুলেছে অস্ট্রেলিয়া।

৫৩ বলে ৮৩ রান তোলা হিলির উইকেট পেয়েছেন সালমা। অন্য প্রান্তে হিলির মতোই স্ট্রোকের দ্যুতি ছড়িয়েছেন মুনি। ৫৮ বলে ৮১ রান করে অপরাজিত ছিলেন এ ওপেনার। তিনে নামা অ্যাশলে গার্ডনার ৯ বলে অপরাজিত ছিলেন ২২ রানে। অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত তুলেছে ১ উইকেটে ১৮৯। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

মোট ছয় বোলার ব্যবহার করেছেন অধিনায়ক সালমা। সবাই কমবেশি ভালোই রান দিয়েছেন। ২ ওভারে ২৯ রান দিয়েছেন অফ স্পিনার খাদিজাতুল কুবরা। ৪ ওভারে ৪০ রান দিয়েছেন জাহানারা। এ ম্যাচে হারলে গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশের বাদ পড়া প্রায় নিশ্চিত হয়ে যাবে।