মাশরাফির শেষে তাঁর শুরু

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি ও জিম্বাবুয়ে অধিনায়ক চামু চিবাবা। ছবি: প্রথম আলো
বাংলাদেশ অধিনায়ক মাশরাফি ও জিম্বাবুয়ে অধিনায়ক চামু চিবাবা। ছবি: প্রথম আলো
>

মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বের শেষ সিরিজ, একই সিরিজ দিয়ে অধিনায়কত্বের অভিষেক হচ্ছে জিম্বাবুয়ের চামু চিবাবার

মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বে শেষ সিরিজ নিয়ে চারদিকে নানা আলোচনা–সমালোচনা চলছে। আজ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আলাদা গুরুত্ব পাচ্ছে এক মাশরাফির কারণেই।

একই দিন আবার প্রতিপক্ষ দল জিম্বাবুয়ের অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে চামু চিবাবার, যিনি কিনা ২০১৮ সালে সর্বশেষ সাদা বলের ক্রিকেটে খেলেছেন। আজ মাশরাফির সঙ্গে তিনিও নামবেন টস করতে। কাল তিনি সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘আমি সম্মানিত ও ভাগ্যবান মনে করছি নিজেকে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে।’

অধিনায়কের দায়িত্ব পাওয়া চিবাবা এখন জিম্বাবুয়ে দলের ভাগ্য বদলাতে চান। হারের বৃত্তে বন্দী দলটিকে বৃত্তছাড়া করতে চান। দেখাতে জয়ের পথ। সে জন্য আগা থেকে গোড়া জিম্বাবুয়ে ক্রিকেটের মানসিকতা বদলাতে চান তিনি, ‘বাংলাদেশে গত দুই বছর ভালো খেলেছি আমরা। কিন্তু আমরা এখানে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারিনি। আমাদের ধারাবাহিক হতে হবে, ওদের ঘরের মাঠে এসে ভালো করতে হলে এর বিকল্প নেই। আমরা এবার অতীত রেকর্ড বদলাতে চাই। ড্রেসিংরুমের মানসিকতা বদলাতে চাই।’

বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০১০ সালে ওয়ানডে ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ে। সেই ম্যাচের সদস্য ছিলেন চিবাবা। আরেকবার ২০১০ ফেরাতে অধিনায়কত্বের অভিষেকটা রাঙাতে চাইবেন চামু চিবাবা।