বার্সার যে দুর্বলতা কাজে লাগাল রিয়াল

বুসকেটসরা এভাবেই নিষ্প্রভ ছিলেন রিয়ালের সামনে। ছবি : এএফপি
বুসকেটসরা এভাবেই নিষ্প্রভ ছিলেন রিয়ালের সামনে। ছবি : এএফপি
>

গত রাতে ‘এল ক্লাসিকো’তে রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। হারের কারণ বের করেছেন কাতালান দলটির স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটস

নাহ! বার্নাব্যুতে গিয়ে এবার জেতা হলো না মেসিদের। ভিনিসিয়ুস জুনিয়র আর মারিয়ানো দিয়াজের গোলে নিজেদের মাঠে রিয়াল জিতেছে ২-০ গোলে। এ জয়ে পয়েন্ট তালিকায় বার্সাকে টপকে আবারও এক নম্বর স্থানে চলে এসেছে তাঁরা। হারের কাটাছেঁড়া করতে গিয়ে নিজেদের এক বিশেষ দুর্বলতা চোখে পড়েছে বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটসের।

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা বলতে গেলে গোটা ম্যাচ বার্সেলোনার খেলোয়াড়দের চাপে রেখেছিলেন। ফুটবলের কেতাবি ভাষায় বলতে গেলে ‘প্রেসিং’। রিয়াল খেলোয়াড়দের ‘প্রেসিং’–এর জবাব জানা ছিল না মেসি-বুসকেটসদের কাছে। যে কারণে নিজেদের স্বাভাবিক খেলাও খেলতে পারেননি তাঁরা। বুসকেটসের কাছে হারের মূল কারণ বলে মনে হচ্ছে এটাকেই, ‘আমরা খেলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম, কারণ আমরা বলের দখল রাখতে পারছিলাম না। আমাদের প্রত্যেক খেলোয়াড়কে যখন ওরা আলাদাভাবে দেখে দেখে রাখছিল, সেই প্রেসিং ভেদ করে রক্ষণভাগ থেকে বল বের করে আনার সামর্থ্য আমাদের ছিল না। এ পরিস্থিতিতে কখনো কখনো এমন অবস্থার সৃষ্টি হয় যে আপনি বুঝতে পারেন না আপনি বল পাস করবেন কি করবেন না। তাই ঝুঁকি নিতে হয়। যদিও বল বের করার যোগ্য খেলোয়াড় আমাদের দলে আছে।’

রক্ষণাত্মক মানসিকতা নিয়ে বার্সেলোনা খেলতে নামে না, তাই এমনটা হয়েছে বলে মনে করেন বুসকেটস, ‘আমরা সবাই বল নিয়ে খেলতে পছন্দ করি। পায়ে বল না থাকলে আমাদের সমস্যা হয়। আমরা আসলে রক্ষণাত্মক কোনো দল নই, শরীরনির্ভর খেলাও খেলি না।’

এই ম্যাচে হেরে শীর্ষস্থান হাতছাড়া হলেও ব্যাপারটা বিশেষ ভাবাচ্ছে না বুসকেটসকে, ‘মৌসুমের এখনো অনেক পথ বাকি। হ্যাঁ, ম্যাচটা জিতলে ভালো হতো। রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াতে পারতাম। কিন্তু সেটা হয়নি। প্রথমার্ধে দুর্দান্ত খেললেও দ্বিতীয়ার্ধে বাজে খেলার খেসারত দিয়েছি আমরা। প্রেসিংয়ের মধ্যে রক্ষণভাগ থেকে খেলা গড়ে আনতে কষ্ট হয়েছে আমাদের। প্রথম গোলটা ওরা অমন একটা মুহূর্তেই পেয়েছে, যা আমাদের জন্য হতাশাজনক ছিল।’