বাংলাদেশের বিপক্ষে বেশি বেশি সেঞ্চুরি চান উইলিয়ামস

সতীর্থদের সেঞ্চুরি করার তাগিদ দিলেন শন উইলিয়ামস। প্রথম আলো ফাইল ছবি
সতীর্থদের সেঞ্চুরি করার তাগিদ দিলেন শন উইলিয়ামস। প্রথম আলো ফাইল ছবি

জিম্বাবুয়ে যেন বাংলাদেশি টপ অর্ডার ব্যাটসম্যানদের প্রিয় প্রতিপক্ষ। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন ইমরুল কায়েস। পরের ম্যাচে বড় ফিফটি করেন লিটন দাস ও ইমরুল দুজনই। সিরিজের শেষ ম্যাচে একই ম্যাচে সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। তিন ম্যাচেই টপ অর্ডার ব্যাটসম্যানদের বড় ইনিংসে ভর করে ম্যাচ জিতে বাংলাদেশ।

চলমান ওয়ানডে সিরিজেও একই ধারা বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই লিটন করেছেন সেঞ্চুরি। বাংলাদেশের সঙ্গে পাল্লা দিতে বাংলাদেশের মতো সেঞ্চুরি করতে চান জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ে দলের ঐচ্ছিক অনুশীলনে এসে উইলিয়ামস বলেছেন, ‘আমাদের রান করতে হবে। আমরা উইকেটে থিতু হচ্ছি আর আউট হচ্ছি। আমাদের অনেকেই ৫০-৬০ করছে, এরপর আউট হচ্ছে। আমাদের সেঞ্চুরি করা খুবই দরকার। বাংলাদেশি ব্যাটসম্যানরা সেঞ্চুরি করছে আমাদের বিপক্ষে। সেঞ্চুরি করা মানেই কফিনে পেরেক ঢুকে দেওয়া। আমাদের এটাই করতে হবে, বেশি বেশি সেঞ্চুরি করতে হবে। এবং সেটা করতে হবে সিনিয়র ক্রিকেটারদের।’

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। তবুও দ্বিতীয় ম্যাচে মাশরাফিদের বোলিংয়ে বড় ইনিংস খেলার আশা করছেন উইলিয়ামস, ‘বাংলাদেশি বোলিং খুবই শক্তিশালী। কিন্তু আমরা ওদের বিপক্ষে এর আগে খেলিনি, এমন তো না। ওরা বিশ্বমানের বোলার। আমরা যদি ছোট ছোট ব্যাপার গুলো ঠিকমতো করি, তাহলে ভালো করব।’