পুরোনো সব লজ্জা জাগিয়ে তুলেছে ভারত

কোহলির মতো বাকি সব ব্যাটসম্যানদের ব্যর্থতা ভারতকে ডুবিয়ে দিয়েছে। ছবি: এএফপি
কোহলির মতো বাকি সব ব্যাটসম্যানদের ব্যর্থতা ভারতকে ডুবিয়ে দিয়েছে। ছবি: এএফপি

ভারত প্রায় ভুলেই গিয়েছিল এ স্বাদ। টেস্টে ২০১১-১২ মৌসুমের পর থেকে টেস্ট সিরিজের প্রতি ম্যাচেই হারার দুর্ভাগ্য হয়নি ভারতের। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের সে অহংকার চূর্ণ হয়ে গেল। অসহায় আত্মসমর্পণে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনের মাঝপথেই দ্বিতীয় টেস্ট হেরেছে বিরাট কোহলির দল। শুধু এ হার নিয়ে নয়, ভারত দেশে ফিরছে আরও অস্বস্তিকর সব রেকর্ডের স্বাদ নিয়ে।


নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে একবারও দুই শ পেরোনো হয়নি ভারতের। দ্বিতীয় টেস্টে সে লজ্জা এড়ানো গেছে। প্রথম ইনিংসে ২৪২ রান তুলেছিল ভারত। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ইনিংসেই আবার রুগ্‌ণ দশা তাদের।। মাত্র ১২৪ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। অর্থাৎ পুরো সিরিজে ভারতের সর্বোচ্চ স্কোর মাত্র ২৪২। দুই বা ততোধিক টেস্টের সিরিজে ভারতের এমন ভরাডুবি দেখা যায়নি বহুদিন। কোনো সিরিজে এবারের চেয়ে কম সর্বোচ্চ ইনিংসের দেখা মিলেছিল মাত্র একবার। ২০০২-০৩ মৌসুমে এই নিউজিল্যান্ডে এসেই সর্বোচ্চ ১৬১ রান তুলেছিল ভারত। বাকি ইনিংসগুলোতে এর চেয়েও কম রান করেছিল ভারত!

সর্বোচ্চ ইনিংসই যেখানে ২৪২, তাহলে সিরিজ জুড়ে মোট রান যে কম হবে সেটা তো জানা কথাই। তো, নিউজিল্যান্ডের বিপক্ষে এ সিরিজে উইকেট প্রতি মাত্র ১৮.০৫ গড়ে রান তুলেছে ভারত। প্রতি উইকেটে এর চেয়ে কম রান মাত্র দুবার দেখা গেছে। সর্বনিম্ন রান তো বোঝাই যাচ্ছে কোন বার হয়েছিল। সেই ২০০২-০৩ মৌসুমে প্রতি উইকেটে শুধু ১৩.৩৭ রান করেছিল ভারত। আর ১৯৬৯-৭০ মৌসুমে ভারতে আতিথ্য নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের কোনো দয়া দেখায়নি কিউইরা। সেবার উইকেট প্রতি ১৬.৬১ রান তুলেছিল ভারত।

এ সিরিজে কোহলির সর্বোচ্চ ইনিংসটি ১৯ রানের।চার ইনিংসে ৩৮ রান গড়টাও ঠিক বলবার মতো নয়। ভারতের অধিনায়ক এ সিরিজে ৯.৫ গড়ে রান তুলেছে, ক্যারিয়ারে এর চেয়ে বাজে সিরিজ একটাই পার করেছিলেন কোহলি। সেটাও ২০১৬-১৭ সালে। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠেই ৫ ইনিংসে ৯.২০ গড়ে ৪৬ রান পেয়েছিলেন কোহলি। ভারতীয় অধিনায়কদের কোনো সিরিজে গড়ে দশের নিচে রান করার এটি দশম উদাহরণ।

কোহলির যখন এ দশা তখন বাকিদেরই-বা ভালো কীভাবে যায়! এ সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি ছিল মায়াঙ্ক আগারওয়ালের। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৮ রান করেছিলেন এই ওপেনার। ভারতের ক্রিকেট ইতিহাসেই এত কম সর্বোচ্চ রানের ইনিংসের দেখা মেলেনি এর আগে। ভারতের কারও সেঞ্চুরি নেই এমন কোনো সিরিজের দেখা মিলেছিল ২০০২-০৩ সালে। হ্যাঁ, সেই নিউজিল্যান্ড সফরেই ঘটেছিল এ ঘটনা।