করাচিতেও যাবেন না মুশফিক

এবারও দলের সঙ্গে পাকিস্তান যাবেন না বলে জানিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। ছবি: প্রথম আলো
এবারও দলের সঙ্গে পাকিস্তান যাবেন না বলে জানিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। ছবি: প্রথম আলো

প্রথম দুই দফা পাকিস্তান সফরে যাননি মুশফিকুর রহিম। লাহোর ও রাওয়ালপিন্ডি না গেলেও আলোচনা চলছিল আগামী এপ্রিলে করাচিতে একমাত্র ওয়ানডে ও টেস্ট খেলতে মুশফিকের যাওয়া নিয়ে। কিন্তু আজ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ও কোচ রাসেল ডমিঙ্গোকে মুশফিক নিশ্চিত করেছেন, তিনি এবারও পাকিস্তান সফরে যাবেন না।

মিনহাজুল আবেদীন প্রথম আলোকে বলেছেন, ‘আমরা মুশফিককে ডেকেছিলাম পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ওর মতামত জানতে। সে বলে দিয়েছে সে যাবে না।’

গুঞ্জন আছে, মুশফিক পাকিস্তান সফরে না গেলে তাঁকে জিম্বাবুয়ের বিপক্ষে কাল সিলেটে দ্বিতীয় ওয়ানডে থেকে বাদ দেওয়া হবে। বোর্ডের এমন সিদ্ধান্তের কথা নাকি মুশফিককে জানিয়েছেনও প্রধান নির্বাচক।

তবে মিনহাজুল সেটি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘এটি ঠিক নয়। মুশফিক পাকিস্তান না গেলেও কাল খেলবে।’ অবশ্য বাংলাদেশ দল কাল সিরিজ জিতে গেলে শেষ ওয়ানডেতে বেশ কিছু পরিবর্তন হবে বলে জানিয়েছে একটি সূত্র। পাকিস্তানে যাঁদের যাওয়ার সম্ভাবনা বেশি, গুরুত্ব দেওয়া হবে তাঁদের।