'ভারত ঘরের মাঠের বাঘ'

নিউজিল্যান্ড সফরে ভালো করতে পারেনি বিরাট কোহলির ভারত। ছবি: এএফপি
নিউজিল্যান্ড সফরে ভালো করতে পারেনি বিরাট কোহলির ভারত। ছবি: এএফপি
বিরাট কোহলির দলের সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার সন্দ্বীপ পাতিল


ড্যাশিং ব্যাটসম্যান বলতে যা বোঝায় সন্দ্বীপ পাতিল ছিলেন ঠিক তাই। নিজের দিনে হাপিত্যেশ তুলে দিতেন বোলারদের। আক্রমণ করতে পারতেন যে কাউকে। এবার খোদ দেশের জাতীয় দলকেই ‘আক্রমণ’ করে বসলেন ভারতের সাবেক এ ক্রিকেটার। সন্দ্বীপের মতে, বিরাট কোহলির ভারত ‘বাঘ’ শুধু ঘরের মাঠেই।

ভারতের বর্তমান নির্বাচক কমিটির আগে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন ৬৩ বছর বয়সী সন্দ্বীপ। নিউজিল্যান্ডের মাটিতে দুই টেস্টের সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট হতে পারেননি তিনি। দুই টেস্টেই স্বাগতিকদের কাছে হেরেছে ভারত। তার আগে হেরেছে ওয়ানডে সিরিজেও। সংবাদমাধ্যম ‘মিড-ডে’কে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সহজেই হারিয়েছে আমাদের। আমাদের ব্যাটসম্যানেরা স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। আমার কাছে বিষয়টি বোধগম্য হচ্ছে না।’

চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানের মতো ব্যাটসম্যানেরা কিউই বোলারদের চড়ে বসতে দিয়েছেন বলে মনে করেন সন্দ্বীপ, ‘জানি অন্য দলগুলো আমাদের বিপক্ষে লড়াই করে। কিন্তু শীর্ষ দল হতে চাইলে সব কন্ডিশনেই সফল হতে হবে। আমরা কি শুধুই ঘরের মাঠে শীর্ষ দল হতে যাচ্ছি? রবি শাস্ত্রী (প্রধান কোচ) দ্রুতই বলবেন আমরা শিক্ষা পেয়েছি এবং এখান থেকে ইতিবাচক দিক তুলে নেব। কিন্তু তারপর কি হবে।’

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যে শুধু অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে পেরেছে বিরাট কোহলির ভারত। এখানে নির্বাচকদের কোনো দোষ দেখছেন না সন্দ্বীপ। তাঁর যুক্তি, ‘বল ছেড়ে ছেড়ে ৭০ বলে ১০ রান করছেন—এটা গ্রহণযোগ্য না। খোলসে ঢুকে যাওয়া চলবে না। আবার অপরিণামদর্শী শট খেলার কথাও বলছি না। আমাদের খেলোয়াড়েরা দুর্দান্ত ক্রিকেটার। তাই এটা হতাশার।’