কোহলির কথায় হেসেই খুন সাবেক অস্ট্রেলীয় পেস তারকা

ভুলে যাওয়ার মতো সফর কাটিয়েছেন কোহলিরা। ছবি : এএফপি
ভুলে যাওয়ার মতো সফর কাটিয়েছেন কোহলিরা। ছবি : এএফপি
>নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার আগে মাঠে ফিল্ডিং করার সময় বেশ কিছু নেতিবাচক ঘটনার জন্ম দিয়েছেন কোহলি। এর মধ্যে একটা ঘটনা শুনে বেশ মজা পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেস তারকা মিচেল জনসন

ক্রাইস্টচার্চে ভারতের বিপক্ষে তৃতীয় দিনে জিততে ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করছিল নিউজিল্যান্ড। স্বাগতিকদের এ ইনিংসে বেশির ভাগ সময়ই স্লিপে ফিল্ডিং করেছেন কোহলি। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, স্লিপে ফিল্ডিংয়ের একপর্যায়ে সতীর্থদের উদ্দেশে চিৎকার করে কোহলি বলেছেন, ‘জাব ইন্ডিয়া মে ইয়ে লোগ আয়েঙ্গে, তাব দিখা দুঙ্গা (ভারতে এলে ওদের দেখিয়ে দেব)।’

বোঝাই যাচ্ছিল, নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়া কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না ভারতীয় অধিনায়ক। ব্যাট হাতেও ভালো কাটেনি এ সফর। সর্বশেষ ১১ ইনিংসে ফিফটি মাত্র একটি।

কোহলির এ আচরণ যেন মনে করিয়ে দেয় পাড়া-মহল্লায় কিশোরদের ঝগড়াকে। অন্যের এলাকায় গিয়ে ঝামেলায় জড়িয়ে পেরে না উঠলে অনেকে বলে থাকে, ‘এলাকায় আসিস, দেখিয়ে দেব...কত ধানে কত চাল!’ কোহলির কথায়ও ছিল তেমনই সুর। আরেকটু গভীরে তাকালে দেখা যায়, গোটা নিউজিল্যান্ড সফরেই মাঠে কখনো কখনো ক্রিকেটীয় শিষ্টাচার ভুলে গিয়েছিলেন কোহলি।

কোহলির এই উক্তিটা চারদিকে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে। সেই হাসি-তামাশায় যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেস তারকা মিচেল জনসনও। খবরের একটা ‘স্ক্রিনশট’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন তিনি। সঙ্গে ক্যাপশন দিয়েছেন, ‘খবরটা আমাকে হাসাল অনেক।’

কোহলি সঙ্গে জনসনের ‘শত্রুতা’ ইতিহাস আজকের নয়। ২০১৪ সালে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে দুজনের মধ্যে প্রায় লেগে গিয়েছিল। সেবার কোহলির উগ্র আচরণে বিরক্ত হয়ে তাঁর দিকে বল ছুড়ে মেরেছিলেন জনসন। এরপর জনসনকে পিটিয়ে ছাতু বানিয়েছিলেন কোহলি। এরপর থেকে সুযোগ পেলেই কোহলির পেছনে লাগেন জনসন। এই পোস্টটাও বোধ হয় সে কারণেই!

‘দেখিয়ে দেওয়া’র মন্তব্য ছাড়াও নিউজিল্যান্ড সফরে সংবাদকর্মীর সঙ্গেও বচসায় জড়িয়েছেন কোহলি। সব মিলিয়ে নিউজিল্যান্ড সফরে ভালোই সমালোচিত হচ্ছেন ভারতের অধিনায়ক।