মাশরাফিকে যেভাবে বিদায় জানাবেন তামিমরা

মাশরাফিকে বিদায় জানাতে পরিকল্পনা আছে সতীর্থদের। ছবি: প্রথম আলো
মাশরাফিকে বিদায় জানাতে পরিকল্পনা আছে সতীর্থদের। ছবি: প্রথম আলো
>

মাশরাফি বিন মুর্তজাকে বিদায় জানাতে অনেক পরিকল্পনা নিয়ে রেখেছেন তামিমরা

দর্শকদের খুব একটা মাঠে টানতে পারেনি বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি প্রায় ফাঁকাই পড়ে ছিল। প্রথম দুই ম্যাচ জিতেই বাংলাদেশ সিরিজ জিতে যাওয়ায় তো আজকের শেষ ম্যাচটি আরও প্রাণহীন হওয়ার কথা। অথচ দেখা যাচ্ছে উল্টোটাই। ম্যাচটা যে শুধু সিরিজেরই শেষ ম্যাচ নয়, অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজারও শেষ ম্যাচ!

একে ছুটির দিন, তারওপর অধিনায়ক মাশরাফির বিদায়ী উপলক্ষ। হয়তো এ কারণেই আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ নিয়েও সিলেটে এত আগ্রহ। সিলেটের বাইরে থেকেও এসেছেন অনেক দর্শক। শুধু এই ম্যাচ কাভার করতে ঢাকা থেকে এসেছেন অনেক সাংবাদিকও।

অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচে বিশেষ আয়োজন থাকছে বিসিবির পক্ষ থেকে। তবে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত বিসিবি ব্যাপারটাকে চমকই রাখতে চাচ্ছে। প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘এটা অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচ। অবশ্যই আমরা বিশেষ কিছু করার পরিকল্পনা করেছি। তবে আমরা চাই পুরো বিষয়টিকে চমক হিসেবে রাখতে। তাই এখনই কিছু বলতে চাচ্ছি না।’

নিজাম উদ্দিন চৌধুরী না বললেও জানা গেছে, খেলা শেষে মাশরাফির হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সতীর্থ খেলোয়াড়েরা ম্যাচ শেষে মাশরাফিকে বিদায়ী সংবর্ধনা দেবেন বিশেষ জার্সি পরে। যাতে লেখা থাকবে মাশরাফির জন্য তাদের বিদায়ী শুভেচ্ছার কথা।