সর্বোচ্চ রানের জুটির রেকর্ডে আছেন মাশরাফিও

নবম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন মাশরাফি। ছবি: প্রথম আলো
নবম উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন মাশরাফি। ছবি: প্রথম আলো
>ওয়ানডেতে বাংলাদেশের কোন উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড কত

ছবির মতো সুন্দর ব্যাটিং। সবুজ গালিচায় দুই ওপেনারের উইলো যেন তুলি! লিটন দাস ও তামিম ইকবালের ব্যাটিং দেখে আজ এমন মনে হওয়া অস্বাভাবিক কিছু না। বিশেষ করে লিটন। দুর্দান্ত টাইমিংয়ে শট খেলেছেন উইকেটের চারপাশে। দুজন জমিয়ে ব্যাটিং করায় হয়েছে নতুন রেকর্ড। ওয়ানডেতে বাংলাদেশের ওপেনিং জুটিতে সর্বোচ্চ ১৮২ রান তোলার রেকর্ড। এ পথে দুই ওপেনার টপকে গেছেন ১৯৯৯ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই গড়া মেহরাব হোসেন-শাহরিয়ার হোসেনের ১৭০ রানের জুটিকে। ওয়ানডেতে বাংলাদেশ দলের ১০টি উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডগুলো, আসুন দেখে নেই—

উইকেট

 রান

                  জুটি

   প্রতিপক্ষ

সাল

১ম

১৮২*

তামিম ইকবাল–লিটন দাস

জিম্বাবুয়ে

২০২০

২য়

২২০

ইমরুল কায়েস–সৌম্য সরকার

জিম্বাবুয়ে

২০১৮

৩য়

১৭৮

তামিম ইকবাল–মুশফিকুর রহিম

পাকিস্তান

২০১৫

৪র্থ

১৮৯*

সাকিব আল হাসান–লিটন দাস

ও.ইন্ডিজ

২০১৯

৫ম

২২৪

সাকিব আল হাসান–মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ড

২০১৭

৬ষ্ঠ

১২৮

ইমরুল কায়েস–মাহমুদউল্লাহ

আফগানিস্তান

২০১৭

৭ম

১২৭

ইমরুল কায়েস–সাইফউদ্দিন

জিম্বাবুয়ে

২০১৮

৮ম

৮৪

মোহাম্মদ মিঠুন–সাইফউদ্দিন

নিউজিল্যান্ড

২০১৯

৯ম

৯৭

সাকিব আল হাসান–মাশরাফি

পাকিস্তান

২০০৮

১০ম

৫৪*

খালেদ মাসুদ–তাপস বৈশ্য

শ্রীলঙ্কা

২০০৫