সাকিবকে ভীষণ মনে পড়েছে মাশরাফির

অধিনায়ক মাশরাফির বিদায়ের দিনে বাংলাদেশ দল। শুধু সাকিবই নেই। ছবি: শামসুল হক
অধিনায়ক মাশরাফির বিদায়ের দিনে বাংলাদেশ দল। শুধু সাকিবই নেই। ছবি: শামসুল হক
নেতৃত্ব ছাড়ার দিনে সাকিব আল হাসানকে স্মরণ করলেন মাশরাফি


জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচ শেষের দৃশ্য। তামিম ইকবালের কাঁধে মাশরাফি বিন মুর্তজা। তাঁকে ঘিরে মাঠে ঘুরছিলেন দলের বাকি ক্রিকেটাররা। শুধু একটা মুখ নেই। সে মুখটি আপাতত ক্রিকেটে নিষিদ্ধ। অথচ ওই না–থাকা মুখকেই বেশি করে মনে পড়ছিল মাশরাফির।

দীর্ঘ এক দশকের অধিনায়কত্বের যতি টেনেছেন আজ। এ সময়ে সাকিব আল হাসানকে সব সময়ই পাশে পেয়েছেন মাশরাফি। ভাগ করে নিয়েছেন দলের সুখ-দুঃখ। অধিনায়ক হিসেবেও দলের সেরা ক্রিকেটারটির বাজে সময় পাশে দাঁড়িয়েছেন মাশরাফি। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সেই সাকিব আপাতত নিষেধাজ্ঞায়। তাতে কী! নিজ দলের সেরা সেনানীকে নেতৃত্ব ছাড়ার দিনে কীভাবে ভুলে থাকেন অধিনায়ক!

মাশরাফি তাই দায়িত্ব ছাড়ার লগ্নে স্মরণ করলেন সাকিবকে, ‘আমার খেলোয়াড়েরা অসাধারণ। দলের জন্য তারা সব নিংড়ে দিয়েছে। দলের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সাকিবকে। সে যদি এখানে থাকত, তাহলে পরিবেশটা অন্য রকম হতো। তবু সবাইকে ধন্যবাদ।’

মাশরাফি এ কথাগুলো বলার সময় বেশ দূরে তাইজুল ইসলামের জার্সিতে বুকের ওপর জ্বলজ্বল করছিল লেখাটি—‘ধন্যবাদ, অধিনায়ক।’