'বুড়ো'দের মাঠে আসতে মানা

প্রিমিয়ার লিগে মাঠে নিষিদ্ধ হতে যাচ্ছেন ৭০ বছরের বেশি বয়সীরা। ছবি: রয়টার্স
প্রিমিয়ার লিগে মাঠে নিষিদ্ধ হতে যাচ্ছেন ৭০ বছরের বেশি বয়সীরা। ছবি: রয়টার্স
>

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে নানা ব্যবস্থা নিচ্ছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ৭০ বছরের বেশি বয়সীদের মাঠে আসায় নিষেধাজ্ঞা দিতে পারে তারা

কাউকে তার প্রিয় কাজ না করতে বলাটা খুবই বাজে একটা ব্যাপার। কিন্তু করোনাভাইরাসের কারণে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে ‘করো না’ শব্দ দুটি একশ্রেণির ফুটবলপ্রেমিকদের বলতেই হচ্ছে। করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি বয়স্কদের। বয়সের ভারে নুয়ে পড়া মানুষদের রোগ প্রতিরোধক ক্ষমতা যে একটু কমই থাকে। আর সংক্রমিত হওয়া বয়স্ক মানুষের মৃত্যুঝুঁকিও বেশি। প্রিমিয়ার লিগ তাই ৭০ বছরের বেশি বয়সী ফুটবল–সমর্থকদের মাঠে না আসতে বলার বিষয় নিয়ে ভাবছে।

এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা করতে শিগগিরই যুক্তরাজ্য সরকার, ক্রীড়া কর্তৃপক্ষ আর প্রিমিয়ার লিগ কমিটি বসবে। স্পোর্টস স্কাই লিখেছে, ‘জানা গেছে যুক্তরাজ্য সরকার যে কটি পরামর্শ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে দিতে পারে তার মধ্যে আছে মৌসুমটা বাতিল করে দেওয়া বা দর্শকশূন্য মাঠে খেলা আয়োজন করা। আরেকটা পরামর্শ এমন হতে পারে যে ৭০ বছরের বেশি বয়সীদের মাঠে আসতে না করা।’

ইংল্যান্ডে এখন পর্যন্ত করোনাভাইরাসে ১৬৪ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজন না ফেরার দেশে চলে গেছেন। যাঁদের মধ্যে একজনের বয়স ছিল ৮৮ বছর। করোনাভাইরাসকে মোকাবিলা করতে এরই মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগ। যার মধ্যে অন্যতম ম্যাচের আগে ফেয়ার প্লের অংশ হিসেবে ম্যাচ অফিশিয়াল আর দুই দলের খেলোয়াড়েরা যে করমর্দন করেন, সেটা না করা।


এমন খবরে অবশ্য ক্রিস্টাল প্যালেস বিপদে পড়ে যেতে পারে। তাদের কোচ রয় হজসনের বয়স যে ৭২!