যে মেয়ে টেন্ডুলকারের মতো খেলে

ব্রেট লির সঙ্গে ভবিষ্যতের মেয়েদের শচীন টেন্ডুলকার। ছবি: টুইটার
ব্রেট লির সঙ্গে ভবিষ্যতের মেয়েদের শচীন টেন্ডুলকার। ছবি: টুইটার

ভারত আরেকজন শচীন টেন্ডুলকার পাক—এটা দেশটির শতকোটি মানুষের আশা। কিন্তু প্রায় দেড় শ কোটি মানুষের দেশটিতে এখনো কোনো নতুন শচীন টেন্ডুলকার আবিষ্কার হয়নি। যার মানে, টেন্ডুলকারের ছায়া এখনো কারও মধ্যে কেউ খুঁজে পাননি।

সম্প্রতি অবশ্য একজনের মধ্যে কিংবদন্তি টেন্ডুলকারের ছায়া দেখতে পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি। তা-ও আবার ৬ বছর বয়সী এক মেয়ের মধ্যে। অস্ট্রেলিয়া প্রবাসী এক ভারতীয় পরিবারের মেয়ে তানিশা সেনের ব্যাটিং তাকে মেয়েদের শচীন টেন্ডুলকার মনে হয়েছে লির।

ছয় বছরের মেয়েটি যে অবলীলায় স্ট্রেট ড্রাইভ, পুল শট আর কাভার ড্রাইভ খেলতে পারে! আইসিসির ফেসবুক পাতায় লি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায় লির বলে স্ট্রেট ড্রাইভ আর পুল শট খেলছে তানিশা। ভিডিওটি দিয়ে লি লিখেছেন, ‘আমার নার্ভাস লাগছে। মনে হচ্ছে আমি ৬ বছর বয়সী শচীন টেন্ডুলকারকে দেখছি!’

অবশেষে নতুন একজন শচীন টেন্ডুলকার পাওয়া গেল। লি আশা করছেন মেয়েটি ভবিষ্যতে তার দেশের হয়ে খেলবে।