মুশফিক কেন পাকিস্তানে আসবেন না - আলোচনা চলছে পিএসএলে

মুশফিকুর রহিম। ছবি: প্রথম আলো
মুশফিকুর রহিম। ছবি: প্রথম আলো
>

মুশফিকুর রহিমকে পাকিস্তান সফরে আসতে বললেন পাকিস্তানের পেসার হাসান আলী

তিন দফায় তিনবার পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল। এর মধ্যে প্রথম দুই দফায় টি-টোয়েন্টি সিরিজ ও একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফরে যাননি মুশফিকুর রহিম। করাচিতে বাকি এক ওয়ানডে ও আরেকটি টেস্টের জন্যও দলের সঙ্গে যাবেন না মুশফিক। বিষয়টি মেনে নিতে পারছেন না পাকিস্তানি পেসার হাসান আলী। মুশফিককে পাকিস্তান সফরে আসতে বললেন পাকিস্তান জাতীয় দলে খেলা এ পেসার।

রাওয়ালপিন্ডিতে কাল পিএসএলের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি। বৃষ্টি-বিঘ্নিত এ ম্যাচে জয় তুলে নেয় হাসানের দল পেশোয়ার। এ ম্যাচ শেষে মুশফিককে নিয়ে কথা বলেন ২৫ বছর বয়সী এ পেসার। বিসিবি সভাপতি নাজমুল হাসান মুশফিককে পাকিস্তান সফরে যাওয়ার কথা বললেও রাজি হননি জাতীয় দলের নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান।

মুশফিকের অনড় অবস্থান নিয়ে হাসান বলেন, ‘কার্লোস ব্রাফেট আজ (কাল) আমাকে জিজ্ঞেস করেছিল মুশফিক পাকিস্তানে আসছে না কেন। তাকে বলেছি ঠিক জানি না। কিন্তু আমি মনে করি তার দল যেমন এখানে আসছে তেমনি তারও আসা উচিত। ব্রাফেটও মনে করে তার পাকিস্তানে আসা উচিত কারণ এটি নিরাপদ দেশ।’

গত ২ মার্চ বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ও কোচ রাসেল ডমিঙ্গোকে মুশফিক নিশ্চিত করেন, তিনি এবারও পাকিস্তান সফরে যাবেন না। মিনহাজুল আবেদীন প্রথম আলোকে বলেছিলেন, ‘আমরা মুশফিককে ডেকেছিলাম পাকিস্তানে যাওয়ার ব্যাপারে ওর মতামত জানতে। সে বলে দিয়েছে সে যাবে না।’

৩ এপ্রিল করাচিতে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডে খেলবে বাংলাদেশ। ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট খেলবে করাচিতেই।