নতুন রোনালদো পেয়ে গেছে রিয়াল

বার্সার বিপক্ষে গোল করার পর ভিনিসিয়ুস। ছবি : এএফপি
বার্সার বিপক্ষে গোল করার পর ভিনিসিয়ুস। ছবি : এএফপি
>

নতুন ক্রিস্টিয়ানো রোনালদোকে পেয়ে গেছে রিয়াল মাদ্রিদ, এমনটাই মনে করছেন রিয়ালের সাবেক তারকা ভিক্টর সানচেজ দেল আমো

ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার পর তাঁর অভাবটা রিয়াল কি মেটাতে পেরেছে?

এক দল বলে পেরেছে। আরেক দলের মতে পারেনি। আবার অনেকের মতে রোনালদো যাওয়ার পর রিয়াল দল হিসেবে আরেকটু সংঘবদ্ধ হয়েছে। আগে যেমন রোনালদোর ওপর ভরসা করে থাকত তারা, এখন সে প্রবণতাটা একটু হলেও কম। বেনজেমা, ক্রুস, ইসকো, ভিনিসিয়ুস, মদরিচ—সবাই এখন নিজেদের কাঁধে দায়িত্ব বাড়িয়ে নিয়েছেন আরেকটু। তারপর এই মৌসুমে এসেছেন এডেন হ্যাজার্ড। এখন চোটের কারণে মাঠের বাইরে থাকলেও চোট কাটিয়ে ফিরলে ও নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারলে হ্যাজার্ড যে রিয়ালের অন্যতম এক রত্নে পরিণত হতে পারবেন, এ নিয়ে সন্দেহ সামান্যই।

তবে রিয়ালের সাবেক তারকা মিডফিল্ডার ভিক্টর সানচেজ দেল আমোর মতে রিয়াল মাদ্রিদ এর মধ্যেই ক্রিস্টিয়ানো রোনালদোর বিকল্প খুঁজে পেয়েছে। তিনি আর কেউ নন, গত মৌসুমে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে দলে আসা তরুণ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। আর এই দাবির সপক্ষে প্রমাণও দিয়েছেন তিনি, ‘দেখুন, ভিনিসিয়ুসের পরিসংখ্যান বলে, প্রথম দুই মৌসুমে সে আটটি গোল করেছে। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর পরিসংখ্যানের দিকে তাকান। প্রথম দুই মৌসুমে রোনালদো গোল করেছিল এগারোটি। এর মাধ্যমে একটা ধারণা পাই যে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ কেমন হতে যাচ্ছে। ভিনিসিয়ুসের বয়সে ক্রিস্টিয়ানোও একই ধরনের খেলোয়াড় ছিল—একজন উইঙ্গার, যে কিনা প্রতিপক্ষকে ড্রিবলের মাধ্যমে পরাস্ত করে গোল করতে পারবে নিয়মিত।’

তবে উচ্চাশা ও অধ্যবসায়ের আকাঙ্ক্ষা না থাকলে ভিনিসিয়ুস যে রোনালদোর মতো হতে পারবে না সে ব্যাপারেও ব্রাজিল তারকাকে সতর্ক করে দিয়েছেন সানচেজ, ‘এখন দেখার বিষয় হলো পথে আসা হাজারো প্রতিকূলতাকে হারিয়ে জয়ের পথে যাত্রা করার উচ্চাশাটা ভিনিসিয়ুসের মধ্যে কতটুকু আছে। রোনালদো তাঁর উচ্চাশা ও অধ্যবসায় নিয়ে এর আগেও অনেক প্রমাণ দিয়েছে। এখন ভিনিসিয়ুসের প্রমাণ করার পালা। রোনালদো ও ক্যারিয়ারে আসা হাজারো প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে আজকের অবস্থানে এসেছে। তবে ভিনিসিয়ুসের একটা সুবিধা হলো ও এমন একটা ক্লাবে আছে, যে ক্লাবের সবাই চূড়ান্ত পেশাদার ও বিশ্বসেরা। ফলে নিজের প্রতিভাকে বিকাশ করার সুযোগ সে এখানে যথেষ্ট পাবে।’

১৯৮৭ সালে রিয়ালের অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার সানচেজ। মূল দলে সুযোগ পান ১৯৯৪ সালে। সতীর্থ হিসেবে পেয়েছিলেন মানুয়েল সানচিস, ফার্নান্দো হিয়েরো, রাউল গঞ্জালেস, রবার্তো কার্লোস, ডেভর সুকার, ক্লারেন্স সিডর্ফ, গুতির মতো তারকাদের। দুই বছর পর রিয়াল ছেড়ে যোগ দেন রেসিং সান্তান্দারে। ২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত স্পেনের হয়ে আটটি ম্যাচ খেলেছেন এই তারকা।

কিছুদিন আগেই বার্সেলোনার বিপক্ষে গোল করে দলকে জিতিয়েছেন ভিনিসিয়ুস। তাঁকে ঘিরে এখন একটু মাতামাতি তো হবেই!