অচেনা ফাইনালের স্বাদটা তেতো রেকর্ডে শেষ ভারতের

অস্ট্রেলিয়ার ওপেনারদের দুর্দান্ত এক দিন ভারতকে প্রথ
অস্ট্রেলিয়ার ওপেনারদের দুর্দান্ত এক দিন ভারতকে প্রথ
>নারী দিবসে নারীদের টি-টোয়েন্টি শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া ও ভারতের মেয়েরা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঝড় তুলেছেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। আর রান পাহাড়ে চাপা পড়ে রেকর্ড ব্যবধানে হেরেছে ভারত

ম্যাচটা শুরু হয়েছিল রেকর্ড বইয়ে নতুন কিছুর জন্ম দিয়েই। সব ধরনের বিশ্বকাপ মিলিয়ে সবচেয়ে কম বয়সে ফাইনাল খেলার রেকর্ড গড়েছেন শেফালি বর্মা। ১৬ বছর ৪০ দিন বয়সে ফাইনাল খেলতে নেমে অবশ্য ভালো করতে পারেননি ভারতীয় ওপেনার। মাত্র ২ রান করে ফিরেছেন শেফালি। তাঁর দলও ৮৫ রানে হেরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় ব্যবধানের রেকর্ড গড়েছে।

প্রথম ইনিংসেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে গেছে। অস্ট্রেলিয়ান দুই ওপেনার নিজেদের মাঠে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেতে নেমে সব রেকর্ড দুমড়ে মুচড়ে দিয়েছেন। অ্যালিসা হিলি ও বেথ মুনির ঝড়েই রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমেই ঝড় তুলেছেন হিলি আর মুনি। মাত্র ১১.৪ ওভারে ১১৫ রান তুলেছেন দুজন। এর মাঝে হিলির অবদান ৭৫। তাঁর খেলা দেখার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে এসেছিলেন স্বামী মিচেল স্টার্ক।

স্বামীকে সম্ভাব্য সেরা উপহারই দিয়েছেন। ৩৯ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কা মেরেছেন। ওদিকে প্রথমে একটু ধরে খেললেও পরে হাত খুলেছেন মুনি। ৫৪ বলে অপরাজিত ৭৮ করেছেন, মেরেছেন দশটি চার। দুজনের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান তুলেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ফাইনালে এত রান আগে দেখা যায়নি। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বাদটা একটু পরেই ভারতের জন্য আরও তেতো হয়ে উঠেছে।

সবচেয়ে বড় ইনিংসের রেকর্ডের পর সবচেয়ে বড় ব্যবধানের রেকর্ডও গড়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান বোলারদের দাপটে কেপে উঠেছে ভারত। প্রথমেই হারিয়ে বসেছে ঝোড়ো ওপেনার শেফালির উইকেট। আহত হয়ে অবসর নিয়েছেন তিন নম্বরে নামা ব্যাটার তামান্না ভাটিয়া। চার নম্বরে নামা জেমাইমা রদ্রিগেজও রানের খাতা খোলার আগেই আউট। ১৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলা ভারত শেষ ওভারে গুটিয়ে যাওয়ার আগে তুলেছে ৯৯ রান। মেগান শুট ১৮ রানে নিয়েছেন ৪ উইকেট। তাঁর নতুন বলের সঙ্গী জোনাসেন ৩ উইকেট নিয়েছেন ২০ রানে। পঞ্চমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া নারী দল। অস্ট্রেলিয়া পুরুষ দল যে ট্রফি এখনো একবারও ছুঁতে পারেনি।

অ্যালিসা হিলির কাছ থেকে কিছু টিপস চেয়ে নিতে পারেন স্টার্ক। বছরের শেষভাগে অস্ট্রেলিয়াতেই যে ছেলেদের বিশ্বকাপ।