বার্সেলোনাকে আবারও লিগ উপহার রিয়ালের

খেলোয়াড়রা গতকাল জিদানের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন আবার। ছবি: এএফপি
খেলোয়াড়রা গতকাল জিদানের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন আবার। ছবি: এএফপি

সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। খেলায় নেই চির পরিচিত ছন্দ। এল ক্লাসিকোতে হেরে যাওয়ার পর নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়টাও এসেছে অনেক বিতর্কের জন্ম দিয়ে। যেভাবে খেলছে তাতে লিগ জয়ের আশা ছেড়ে দিতেই পারত বার্সেলোনা। কিন্তু এ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বীদের দিকে বারবার সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে রিয়াল মাদ্রিদ। গতকাল এক পয়েন্ট এগিয়ে থেকে তারা খেলতে গিয়েছিল অবনমন এলাকার আশপাশে ঘোরাঘুরি করা রিয়াল বেতিসের বিপক্ষে। মৌসুমে নিজেদের সবচেয়ে বাজে ম্যাচটা খেলে হেরে বসেছে ২-১ ব্যবধানে। লিগে আবারও শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা।

গতকাল বেতিসের মাঠে প্রথমার্ধের ৪০ মিনিটে পিছিয়ে পড়েছিল রিয়াল। প্রতিপক্ষ ডিফেন্ডার সিদনেইয়ের গোলটা অবশ্য প্রথমার্ধের যোগ করা সময়েই শোধ করে দিয়েছিলেন করিম বেনজেমা। কিন্তু ৮২ মিনিটে সেই বেনজেমারই এক ভুলে বল পেয়ে যায় বেতিস। আর প্রতি আক্রমণে ওঠা স্বাগতিক দলকে জয় এনে দিয়েছেন ক্রিশ্চিয়ান তেয়ো। বার্সেলোনার একাডেমিতে বড় হওয়া এই ফরোয়ার্ডের গোলেই বার্সেলোনার লিগে শীর্ষে থাকা নিশ্চিত হলো কাল।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানও স্বীকার করেছেন এ মৌসুমের সবচেয়ে বাজে সময়টা কাটিয়েছেন তারা, ‘এটা আমাদের সবচেয়ে বাজে ম্যাচ ছিল। আমাদের মাঝে সবকিছুর অভাব ছিল। আমাদের মাঝে শক্তি, খেলা, বলের দখল, তেজ—কিছুই ছিল না। এটা একটা বাজে দিন এবং সেটা হতে পারে। আমিই দায়ী। আমাদের মাথা খারাপ করলে চলবে না। কিন্তু যা খেলেছি সেটা মেনেও নেওয়া যায় না। এটা অসম্ভব। আমরা অনেক ভুল করেছি, বল হারিয়েছি। যখন আপনি সেরাটা দেবেন না, সবকিছু কঠিন হয়ে যায়।’

এ হারে বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে গেছে রিয়াল। ফলে লিগ জেতার জন্য শুধু নিজেদের ম্যাচ জিতলেই চলবে না, বার্সেলোনার হারের অপেক্ষাও এখন করতে হবে। মিডফিল্ডার কাসেমিরোও তাই বাস্তবতা মেনে নিয়েছেন, ‘লা লিগা জেতার জন্য আমাদের প্রতি ম্যাচেই ভালো খেলতে হবে এবং আমরা আজ তা খেলিনি। যদি প্রতিপক্ষ ভালো খেলে, যা বেতিস করেছে তবে তাদের অভিনন্দন জানাতে হবে এবং নিজেদের কাজ করে যেতে হবে। আমাদের শেষ ম্যাচে যেভাবে খেলেছি আজ তা ছিল না। আমরা বার্সেলোনা ম্যাচের মতো খেলিনি। এর ফলে আমরা লিগ হারাতে পারি কিন্তু আপাতত এক ম্যাচ করে এগোতে চাই।’