এই মৌসুমে আর মাঠে দেখা যাবে না যাদের

এই মৌসুমে আর এই দৃশ্য দেখা হবে না বার্সা সমর্থকদের। ছবি : এএফপি
এই মৌসুমে আর এই দৃশ্য দেখা হবে না বার্সা সমর্থকদের। ছবি : এএফপি
>

ইউরোপীয় ফুটবলের মৌসুম প্রায় শেষের দিকে। দীর্ঘ এই মৌসুমে খেলোয়াড়েরা চোটে পড়বেন, এটাই স্বাভাবিক। অনেকের চোট এতটাই গুরুতর, যে এই মৌসুমের বাকি সময়ে আর তাঁদের মাঠে নামতে দেখা যাবে না। কারা তাঁরা?

হাঁটুর চোটে পড়ে গোটা মৌসুমের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। একই অবস্থা ওসমানে ডেমবেলের। তাঁর চোট আবার হ্যামস্ট্রিংয়ে। এই দুই তারকাকে ছাড়াই মৌসুম শেষ করবে বার্সেলোনা। ইউরোপজুড়ে এমন অনেক তারকা আছে, বিভিন্ন চোটে পড়ে যারা মাঠের বাইরে চলে গিয়েছেন বাকি মৌসুমের জন্য। কারা তারা? উল্লেখযোগ্য কয়েকজনের নাম দেখে নিন এক নজরে!

ইংলিশ প্রিমিয়ার লিগ
হ্যারি কেইন (টটেনহাম হটস্পার)
জেরদান শাকিরি (লিভারপুল)
মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড)
ক্যালাম হাডসন-ওডোই (চেলসি)
লুকাস তোরেইরা (আর্সেনাল)
জ্যাক উইলশেয়ার (ওয়েস্ট হাম ইউনাইটেড)
অ্যান্ডি ক্যারল (নিউক্যাসল ইউনাইটেড)
হিউং মিন সন (টটেনহাম হটস্পার)
মুসা সিসোকো (টটেনহাম হটস্পার)
স্টিভেন বার্গউইন (টটেনহাম হটস্পার)
ক্যালাম চেম্বার্স (আর্সেনাল)
মরগান শ্নাইডারলিন (এভারটন)
টম হিটন (অ্যাস্টন ভিলা)
জেরার্ড ডেলোফেউ (ওয়াটফোর্ড)
জেট্রো উইলেমস (নিউক্যাসল ইউনাইটেড)
মামাদু সাখো (ক্রিস্টাল প্যালেস)
ওয়েসলি (অ্যাস্টন ভিলা)
চেঙ্ক টোসুন (এভারটন)

স্প্যানিশ লা লিগা
লুইস সুয়ারেজ (বার্সেলোনা)
ওসমানে ডেমবেলে (বার্সেলোনা)
টমাস লেমার (অ্যাটলেটিকো মাদ্রিদ)
আর্থার মেলো (বার্সেলোনা)
এডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ)
উইলিয়াম কারভালহো (রিয়াল বেতিস)
চিমি আভিলা (ওসাসুনা)
এলিয়াকুইম মাঙ্গালা (ভ্যালেন্সিয়া)
ম্যাক্সি গোমেজ (ভ্যালেন্সিয়া)
ইজেকুয়েল গ্যারায় (ভ্যালেন্সিয়া)
ডেনিস সুয়ারেজ (সেল্টা ভিগো)
ফার্নান্দো রেগেস (সেভিয়া)
আসিয়ের ইয়ারামেন্দি (রিয়াল সোসিয়েদাদ)
দিয়েগো লাইনেজ (রিয়াল বেতিস)

ইতালিয়ান সিরি আ
জিয়ানলুইজি ডোনারুমা (এসি মিলান)
সান্দ্রো তোনালি (ব্রেসিয়া)
মেরিহ দেমিরাল (জুভেন্টাস)
লরেঞ্জো পেলেগ্রিনি (এএস রোমা)
নিকোলো জানিওলো (এএস রোমা)
রাফায়েল তোলোই (আতালান্তা)
ফ্রান্সেসকো আসেরবি (লাৎসিও)
নিকোলা মাকসিমোভিচ (নাপোলি)
ফাবিও বোরিনি (হেলাস ভেরোনা)
স্টেফানো সেনসি (ইন্টার মিলান)
হাভিয়ের পাস্তোরে (এএস রোমা)
ভিক্টর মোসেস (ইন্টার মিলান)
রাদে ক্রুনিচ (এসি মিলান)
পিয়েরলুইজি গোলিনি (আতালান্তা)
ডেভিডে জাপাকস্তা (এএস রোমা)

ফরাসি লিগ ওয়ান
থিয়াগো সিলভা (পিএসজি)
মেমফিস ডেপাই (অলিম্পিক লিওঁ)
এরিক মাক্সিম চুপো মোতিং (পিএসজি)
কলিন দাগবা (পিএসজি)
ইউসেফ আতাল (নিস)
পিয়েত্রো পেলেগ্রি (মোনাকো)