পরীক্ষা আর চোটে অনিশ্চিত যুব বিশ্বকাপজয়ীর প্রিমিয়ার লিগ

>
চোট আর পরীক্ষায় প্রিমিয়ার লিগে অনিশ্চিত শামীম পাটওয়ারি। ফাইল ছবি
চোট আর পরীক্ষায় প্রিমিয়ার লিগে অনিশ্চিত শামীম পাটওয়ারি। ফাইল ছবি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শামীমের বড় ভূমিকা ছিল কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার শামীম পাটওয়ারি বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের শুরুর দিকে খেলতে পারছেন না। লিগামেন্টের চোট ও এইচএসসি পরীক্ষা, দুই কারণে টুর্নামেন্টের অধিকাংশ সময় মাঠের বাইরে থাকতে হবে এই তরুণ অলরাউন্ডারকে।

১৫ মার্চ শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। শামীমের খেলার কথা ছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে। দলের কোচ মিজানুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন, ‘ওর চোট আছে লিগামেন্টে। বিশ্বকাপের সময় চোট পেয়েছিল। এক-দেড় মাস লাগবে শুনেছি। আবার এইচএসসি পরীক্ষাও আছে। শেষের দিকে সুযোগ হলে খেলতে পারবে।’

শামীম বিশ্বকাপের শেষের দিকে খেলে গেছেন চোটের সঙ্গে লড়াই করে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন এই তরুণ অলরাউন্ডার।