করোনায় স্থগিত মুজিব বর্ষের টি-টোয়েন্টি ম্যাচ

নাজমুল জানালেন, করোনার কারণে আপাতত হচ্ছে না মুজিব বর্ষের ক্রিকেট আয়োজন। ফাইল ছবি
নাজমুল জানালেন, করোনার কারণে আপাতত হচ্ছে না মুজিব বর্ষের ক্রিকেট আয়োজন। ফাইল ছবি

মুজিব বর্ষ উপলক্ষে বড় পরিকল্পনাই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে সব আয়োজনই স্থগিত করতে হচ্ছে বিসিবিকে। সভাপতি নাজমুল হাসান আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৮ মার্চ এ আর রাহমানের কনসার্ট আর ২১ ও ২২ মার্চ এশিয়া ও অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দুটি আপাতত হচ্ছে না।

টি-টোয়েন্টি ম্যাচে বিরাট কোহলিদের খেলা দেখতে বাঁধভাঙা দর্শক আসত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে। এ আর রাহমানের কনসার্টও মাঠে টানত সংগীতপিপাসুদের। কিন্তু সরকারের নির্দেশনা আছে, করোনা প্রতিরোধে মানুষ যেন জনসমাগমস্থল এড়িয়ে চলে। এ ছাড়া করোনাভাইরাসের কারণে বিদেশি ক্রিকেটার ও অতিথিরা আসতে পারবেন কি না, তা নিয়েও আছে ঘোর সংশয়। এই পরিস্থিতিতে ক্রিকেট বোর্ড বাধ্য হয়েছে সব আয়োজন স্থগিত করতে। আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের আগে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, '২১ ও ২২ মার্চ যে দুটো ম্যাচ ছিল, এ নিয়ে সমস্যা হচ্ছে। সবাই যে এখানে খেলতে পারবে, সেটির নিশ্চয়তা নেই। অনেক জায়গা থেকেই আপত্তি এসেছে। এ কারণে এটা স্থগিত করা হয়েছে।'

এ আর রাহমানের কনসার্ট স্থগিত করা প্রসঙ্গে সভাপতি বলেন, ‘১৮ তারিখে এ আর রহমানের কনসার্ট করার কথা ছিল। এটা ছোটভাবেও করতে পারতাম। পরে সিদ্ধান্ত নিয়েছি না, বড় ভাবেই করব। যেভাবে পরিকল্পনা করেছিলাম, পরে সেভাবেই করব। তবে আপাতত স্থগিত।’

এশিয়া একাদশ-বিশ্ব একাদশের ম্যাচ এবং কনসার্ট ভবিষ্যতে কবে হবে সেটি এখনই বলার উপায় নেই। মাসখানেক পর পরিস্থিতি বুঝে পরবর্তী পরিকল্পনা জানাবে বিসিবি। করোনাভাইরাসের কারণে কিছুটা অনিশ্চিত বাংলাদেশ দলের করাচি যাত্রাও। এ ব্যাপারেও সিদ্ধান্ত হওয়ার কথা এ মাসের শেষ নাগাদ।