সেই শেখ জামালই এবার অন্য রকম

শেখ রাসেলের বিপক্ষে শেখ জামালের জয়ে একটি গোল করেছেন ওমর জোবে (বাঁয়ে)। ছবি: প্রথম আলো
শেখ রাসেলের বিপক্ষে শেখ জামালের জয়ে একটি গোল করেছেন ওমর জোবে (বাঁয়ে)। ছবি: প্রথম আলো
>বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আজ শেখ জামাল ধানমন্ডির কাছে ২-০ গোলে হেরেছে শেখ রাসেল ক্রীড়া চক্র

গত প্রিমিয়ার ফুটবল লিগে ২৪ ম্যাচের ১০টিই হেরেছিল শেখ জামাল ধানমন্ডি। বাকি ১৪ ম্যাচে ৭টি করে ড্র আর জয়। লিগ শেষ করেছে ষষ্ঠ অবস্থানে থেকে। সেই শেখ জামাল এবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না গড়েও দারুণ গতিতে এগিয়ে চলেছে। প্রিমিয়ার ফুটবল লিগে এবার প্রথম ৫ ম্যাচের ৪টিতেই তুলে নিয়েছে জয়। সেটিও টানা। শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে শেখ জামালের পয়েন্ট পাঁচ ম্যাচে ১২। অন্যদিকে ভালো দল গড়েও লিগে ধুঁকছে শেখ রাসেল। আজ দলটি পেয়েছে তৃতীয় হারের তেতো স্বাদ। গতবারের লিগে তৃতীয় হওয়া শেখ রাসেলের পয়েন্ট ছয় ম্যাচে মাত্র ৫।

যোগ্যতর দল হিসেবেই জয় তুলে নিয়েছে শেখ জামাল। প্রথম গোলটি ২৪ মিনিটে পেয়েছে তারা। নিরা লম্বা বল বাড়ান সামনে। অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন সলোমন কিং। তারপর ডিফেন্ডার এলিসন উদোকাকে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ। গোল শোধের জন্য তেমন কার্যকর আক্রমণ করতে পারেনি শেখ রাসেল। উল্টো ৫৭ মিনিটে দ্বিতীয় গোলটি খেয়ে ম্যাচ থেকে ছিটকে গেছে। জাহিদ হোসেনের পাস থেকে গোলটি করেছেন গাম্বিয়ার ফরোয়ার্ড ওমর জোবে।

বাকি সময়টা শেখ রাসেলের আক্রমণ সামলে নিয়েছে শেখ জামালের রক্ষণ। অথচ চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে মলিন মুখে লিগ শুরু করেছিল শেখ জামাল। সেই মলিন মুখে এখন হাসি। দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারিয়ে আত্মবিশ্বাস পাওয়া দলটি এরপর হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ ও সাইফ স্পোর্টিংকে।

শেখ জামালের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল আজ প্রথম আলোকে বলেন, ‘সাংগঠনিকভাবে আমরা পরিশ্রম করছি। সবার মধ্যে বোঝাপড়া ভালো। ফুটবলাররা মনপ্রাণ দিয়ে খেলছে। বিদেশিরা ভালো করছে। তাই ভালো ফল পাচ্ছি।’