চিকিৎসকদের কথা শুনুন, 'বাবা' রোনালদোর আহ্বান

এখন মাদেইরাতে সময় কাটাচ্ছেন রোনালদো। ছবি: এএফপি
এখন মাদেইরাতে সময় কাটাচ্ছেন রোনালদো। ছবি: এএফপি
>আর দশজনের মতো করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে শঙ্কিত ক্রিস্টিয়ানো রোনালদোও

করোনাভাইরাসের প্রকোপে সকল শীর্ষ লিগ এখন স্থগিত। খেলোয়াড়েরা যে যেভাবে পারছেন ভাইরাস থেকে বাঁচতে বা ভাইরাসের সঙ্গে লড়তে নিজেকে ‘কোয়ারেন্টিনে’ রাখছেন। ব্যতিক্রম নন ক্রিস্টিয়ানো রোনালদোও। ইন্টার মিলানের সঙ্গে ম্যাচটা খেলেই গোটা পরিবার নিয়ে চলে গেছেন নিজের ‘দেশের বাড়ি’ পর্তুগালের মাদেইরাতে—‘কোয়ারেন্টিনে’ থাকার জন্য। সেখান থেকেই সবাইকে আহ্বান জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কাজ করার।

করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে নিজের আনুষ্ঠানিক বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট করেছেন এই মহাতারকা, ‘পৃথিবী এখন অনেক বাজে একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত এই সমস্যার প্রতি গুরুত্ব দেওয়া। আজ আমি আপনাদের সামনে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আসিনি। এসেছি একজন সন্তান, একজন বাবা, একজন মানুষ হিসেবে, যে কিনা বিশ্বের এই খারাপ সময় সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।’

জীবনঘাতী এই ভাইরাসের হাত থেকে বাঁচতে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলতে বলেছেন জুভেন্টাসের এই তারকা, ‘আসুন আমরা সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলি, এটা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এটাই সবচেয়ে বেশি কাজে দেবে। মানুষের জীবনের দাম সবকিছুর চেয়ে বেশি। এর চেয়ে বেশি কোনো কিছুর দাম হতে পারে না। যাদের কাছে মানুষ এই ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন, সবার জন্যই আমার প্রার্থনা ও ভালোবাসা। আমার সতীর্থ দানিয়েলে রুগানির মতো যাঁরা এই ভাইরাসের সঙ্গে লড়ছেন, আমি তাঁদের পাশে আছি। যারা নিজেদের জীবন বাজি রেখে আরেকজনকে বাঁচানোর জন্য চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি আমার সমর্থন রইল।’

একই আহ্বান শোনা গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পল পগবার কণ্ঠ থেকেও। গোল করা কিংবা ম্যাচ জেতার পর পগবার ‘ড্যাব’ উদ্‌যাপনটা (নিজের বাহু মুখের সামনে এনে করা একটা বিশেষ ধরনের উদ্‌যাপন) বেশ আলোচিত। নিজের বিবৃতিতে করোনা ঠেকাতে ‘ড্যাব’–এর ভূমিকা কতটুকু হতে পারে, সেটা দেখিয়ে দিয়েছেন পগবা। নিজের ‘ড্যাব’ করা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের সবাইকে করোনাভাইরাসের জন্য প্রস্তুত থাকতে হবে। কাশি এলে ড্যাব করুন, হাঁচি এলে ড্যাব করুন, করোনাভাইরাসকে হারানোর পর ড্যাব করুন।’