করোনা আতঙ্কের মধ্যেও ৭ ভেন্যুতে প্রিমিয়ার লিগ

সংবাদ সম্মেলনে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। আজ বাফুফে ভবনে। ছবি: প্রথম আলো
সংবাদ সম্মেলনে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। আজ বাফুফে ভবনে। ছবি: প্রথম আলো

করোনাভাইরাস আতঙ্কে একে একে সব ঘরোয়া খেলাধুলা স্থগিত হয়ে যাচ্ছে। তবে দেশের ফুটবলে সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগ নিয়মিতই মাঠে গড়াচ্ছে। গত ১১ মার্চ হঠাৎ করে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন হোম অ্যান্ড অ্যাওয়ে লিগকে এক ভেন্যুতে আনার আভাস দেন। কিন্তু ক্লাবগুলো এ প্রস্তাবে রাজি হয়নি। যে কারণে আগের মতো সাতটি ভেন্যুতেই প্রিমিয়ার লিগের খেলা চলবে। আজ বাফুফে ভবনে পেশাদার লিগ কমিটির জরুরি সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে বর্তমান পরিস্থিতির কারণে দর্শকদের মাঠে আসতে নিরুৎসাহিত করছে বাফুফে।

যেহেতু করোনাভাইরাসের কারণে এরই মধ্যে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের সব ম্যাচ স্থগিত হয়েছে, তাই আপাতত বাংলাদেশ জাতীয় দলের কোনো অনুশীলন ও আবাসিক ক্যাম্প নেই। এ বিরতিটা কাজে লাগাতে চায় বাফুফে। এ জন্য চলমান সূচি বদলে নতুন সূচি ঘোষণা করবে বাফুফে। সেই হিসেবে লিগের ম্যাচ এগিয়ে আনারও সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি। আগামী ১৯ মার্চ থেকে নতুন সূচিতে খেলা শুরু হবে।

সভা শেষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী জানান, ‘জাতীয় দলের ক্যাম্প স্থগিত থাকার কারণেই পেশাদার লিগে সবার মতামতের ভিত্তিতে নতুন সূচি করেছি। এতে ক্লাবগুলোও সম্মত হয়েছে। আমাদের সভাপতিও চান খেলা মাঠে চলুক। তাই কোনো ধরনের নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন সূচিতে সাতটা ভেন্যুতে আগের মতোই খেলা চলবে।’ খেলা বন্ধ করার কোনো চিন্তাভাবনা আপাতত নেই বলেই জানালেন তিনি, ‘যেহেতু এখনো আমাদের দেশে করোনাভাইরাসের সার্বিক অবস্থা ভালো। তাই আমরা খেলা বন্ধ করতে চাই না।’

প্রিমিয়ার লিগের খেলা এক ভেন্যুতে হোক তা বেশির ভাগ ক্লাবই চায় না। তা ছাড়া একই মাঠে নিয়মিত খেলা হলে মাঠও উপযোগী থাকবে না খেলার। সবকিছু মিলিয়েই এমন সিদ্ধান্ত, জানালেন সালাম মুর্শেদী। তবে দর্শকের নিরুৎসাহিত করার ব্যাপারে বলেন, ‘ক্লাবগুলোকে আমরা পরামর্শ দিয়েছি যেন যতটা সম্ভব কম দর্শক তারা মাঠে আনেন।’