আইপিএল হলে কাটছাঁট করেই হবে

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ছবি: এএফপি
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ছবি: এএফপি

করোনাভাইরাস সংক্রমণ রোধে নির্ধারিত সময় থেকে পেছানো হয়েছে আইপিএল। এ নিয়ে আজ বিসিসিআই সদর দপ্তরে বৈঠকে বসেছিলেন ফ্র্যাঞ্চাইজি দলগুলোর মালিকেরা। সাধারণ মানুষের স্বাস্থ্যগত বিষয়গুলো বিবেচনায় রেখেই আইপিএল নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, বৈঠকে এ ব্যাপারে একমত হয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, আইপিএলের এবারের সংস্করণ মাঠে গড়ালেও সেটি কাটছাঁট করা হবে।

এবার আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ। করোনাভাইরাস নিয়ে সাবধানতার জন্য এ টুর্নামেন্ট পিছিয়ে ১৫ এপ্রিল শুরু করার সিদ্ধান্ত হয়েছে। তখন আইপিএলের দৈর্ঘ্য কমে আসবে কি না, এ ব্যাপারে বিসিসিআই সভাপতি বলেন, ‘তেমন কিছুই হবে। কারণ, ১৫ এপ্রিল শুরু হওয়া মানে ১৫দিন এর মধ্যেই চলে যাবে। তাই কাটছাঁট করতেই হবে। তবে কতটুকু কাটছাঁট হবে, কতগুলো ম্যাচ হবে, এ মুহূর্তে বলতে পারছি না।’

ভারতে ঘরোয়া ক্রিকেটর বাকি ম্যাচগুলোও স্থগিত করেছে বিসিসিআই। সৌরভ যোগ করেন, ‘সরকার এবং অন্য সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রেখে সাধারণ মানুষের স্বাস্থ্যকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৮০ জন আক্রান্ত হয়েছেন, মৃত মানুষের সংখ্যা ২।