পাকিস্তানি ক্রিকেটারকে ভুঁড়ি কমাতে বলছেন শোয়েব-রমিজ

শারজিলের ভুঁড়িতে নজর পড়েছে সাবেকদের। ছবি: এএফপি
শারজিলের ভুঁড়িতে নজর পড়েছে সাবেকদের। ছবি: এএফপি

এক পিএসএল দিয়েই কলঙ্কিত তালিকায় নাম লিখিয়েছেন শারজিল খান। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানি ওপেনার। তাঁর পুনর্বাসন শুরু হয়েছে ২০২০ পিএসএল দিয়ে। প্রত্যাবর্তন খুব একটা ভালো হয়নি। মাত্র এক ম্যাচেই পঞ্চাশ পেরিয়েছেন। সে ইনিংস খেলেও সমালোচনা থামাতে পারেননি। শোয়েব আখতার ও রমিজ রাজা সরাসরিই বলেছেন, শুধু ব্যাটিং করলেই চলবে না ভুঁড়িটাও কমাতে হবে।

করাচি কিংসের হয়ে পাকিস্তান সুপার লিগে খেলছেন শারজিল। গত ১২ মার্চ লাহোর কালান্দার্সের বিপক্ষে ৫৯ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন। পাঁচ চার ও পাঁচ ছক্কার এ ইনিংসের পর কোথায় একটু প্রশস্তি শুনবেন, তা নয়, তাঁর শারীরিক গঠন নিয়ে পড়েছেন সাবেক ক্রিকেটাররা। ৩০ বছর বয়সী এই ওপেনারকে ফিটনেস নিয়ে সচেতন হতে বলেছেন শোয়েব ও রমিজ।

শোয়েব আখতার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘যদিও শারজিল ফিফটি পেয়েছে, ও তিনবার জীবনও পেয়েছে। ওর প্রতিভা অনেক। কিন্তু ওর পেটের চর্বি কমাতে হবে, ফিট হতে হবে। পিএসএলে নাম ওঠার পর ছয় মাস সময় পেয়েছে নিজেকে ফিট করার। এই সময়টা ও চিকন হতে ও ফিল্ডিংয়ের জন্য উপযুক্ত হওয়ায় কাজে লাগাতে পারত। ওর উচিত ফিল্ডার কোথায় আছে সেটা বোঝা এবং নিজের শক্তি বুঝে খেলা। ও সেটা করতে পারলে পাকিস্তানে ওর চেয়ে ভালো ব্যাটসম্যান আর কেউ থাকবে না।’

সাবেক অধিনায়ক রমিজ রাজাও ‘মোটু’ বলেছেন শারজিলকে, ‘শারজিলের ফিটনেস বাড়ানোর কথা। ওকে দেখে এখনো মোটা ও আনফিট মনে হয়েছে। উইকেটে ওর দৌড়ের ক্ষমতা প্রায় শূন্যের কাছে। বাবর আজমকে বারবার শারজিলের রানিং দেখে হতাশ মনে হয়েছে। ওর (শারজিল) বুঝতে হবে শুধু চার ও ছক্কার ওপর নির্ভর করা যায় না। ওর ব্যাটিংয়ে ছন্দ দরকার, আর সেটা আসবে সিঙ্গেল নেওয়ার ওপর। ওর ফিটনেস নিয়ে কাজ করতে হবে।’