'আইসোলেশন' নিয়ে কিউই ক্রিকেটারের স্ত্রী যা বললেন

বাসায় ফিরে রেফ্রিজারেটরে স্ত্রীর নোটিশটি দেখেন ম্যাকলেনাহান। টুইটে এ ছবিটি পোস্ট করেন তিনি। ছবি: ম্যাকলেনাহানের টুইটার পেজ
বাসায় ফিরে রেফ্রিজারেটরে স্ত্রীর নোটিশটি দেখেন ম্যাকলেনাহান। টুইটে এ ছবিটি পোস্ট করেন তিনি। ছবি: ম্যাকলেনাহানের টুইটার পেজ
>

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন মিচেল ম্যাকলেনাহান। ‘সেলফ আইসোলেশন’-এ থাকতে বাসায় ফেরার পর স্ত্রীর রসিকতার শিকার হলেন নিউজিল্যান্ডের এ পেসার

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ না করেই দেশে ফিরেছেন নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকলেনাহান। তবে করোনাভাইরাস সংক্রমণরোধে ১৪ দিনের জন্য বাধ্যতামূলক সবকিছু থেকে আলাদা থাকতে হচ্ছে তাঁকে। রোববার মধ্যরাত হতে অস্ট্রেলিয়া থেকে কেউ সীমান্ত দিয়ে নিউজিল্যান্ডে ঢুকলে তাঁকে ১৪দিনের ‘সেলফ-আইসোলেশন’-এ থাকতে হচ্ছে। নিয়মটি মানতে হচ্ছে বাঁ হাতি এ পেসারকেও। আর এই আলাদা থাকতে গিয়েই স্ত্রীর রসিকতায় মজেছেন ম্যাকলেনাহান।

বাসায় ফিরে রেফ্রিজারেটরে একটি নোটিশ দেখতে পান ম্যাকলেনাহান। একটি কাগজে কিছু কথা লিখে বাবা-মায়ের কাছে চলে গেছেন তাঁর স্ত্রী। কথাগুলো ম্যাকলেনাহানকে উদ্দেশ করে, ‘যখন হতাশ লাগবে...ভেবে নিও....এটা আরও বাজে হতে পারত। তোমাকে অন্তত বউয়ের সঙ্গে ঘরে আটকে থাকতে হচ্ছে না।’

টুইটে ছবির সঙ্গে এ কথাগুলো লেখেন ম্যাকলেনাহান। ছবি: ম্যাক্লেনাঘানের টুইটার পেজ
টুইটে ছবির সঙ্গে এ কথাগুলো লেখেন ম্যাকলেনাহান। ছবি: ম্যাক্লেনাঘানের টুইটার পেজ

স্ত্রীর এই রসিকতা টুইটারে সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এ পেসার। টুইটারে কাগজের ছবি পোস্ট করে ম্যাকলেনাহান লিখেছেন, ‘আইসোলেশনে থাকতে সরাসরি বাসায়। বাসায় ফিরে আমার কিংবদন্তি স্ত্রীর এই নোটিশ পেলাম। সে কয়েক সপ্তাহের জন্য তার বাবা-মায়ের সঙ্গে আছে। ১৪দিন পর দেখা হবে সবার সঙ্গে।’

পিএসএলে এ মৌসুমে করাচি কিংস শিবিরে যোগ দিয়েছিলেন ম্যাকলেনাহান। করোনাভাইরাস মহামারি হয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর পিসিবি বিদেশি ক্রিকেটারদের পিএসএল ছেড়ে দেশে ফেরার অনুমতি দেয়। এরপরই পাকিস্তান ছেড়ে দেশে ফেরেন তিনি।