আইপিএল বাতিল হওয়ার প্রস্তুতি নিয়ে রাখছে দলগুলো

এ বছর আর আইপিএল নাও হতে পারে। ছবি: আইপিএল টুইটার
এ বছর আর আইপিএল নাও হতে পারে। ছবি: আইপিএল টুইটার

বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পিছিয়ে গেছে। ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে আইপিএল। শুধু পিছিয়ে দেওয়াতেই বড় ক্ষতির মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল বাতিল হলে আর্থিক ক্ষতির অঙ্কটা আকাশ ছোঁবে। ভারতীয় ক্রিকেট বোর্ড তাই যেকোনো ভাবে হোক টুর্নামেন্ট আয়োজন করা পক্ষে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো এর মাঝেই সবচেয়ে বাজে পরিস্থিতির কথা ভেবে রেখেছে। ১৩তম আইপিএল বাতিল হওয়ার প্রস্তুতি নিয়ে রাখছে দলগুলো।

বিসিসিআইয়ের সূত্র অনুযায়ী আইপিএল বাতিল হলে ৩ হাজার কোটি রুপি ক্ষতি হবে বোর্ডের। ফ্র্যাঞ্চাইজি দলগুলোর ক্ষেত্রে অঙ্কটা অত বেশি নয়। তবু আইপিএলে বাতিল হলে সম্ভাব্য কী করণীয় সেটা ঠিক করতে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কনফারেন্সে যোগ দেবেন সব মালিকপক্ষ। সংবাদমাধ্যম আইএএনএসের কাছে এমন এক ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা জানিয়েছেন, ‘আজ আমরা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য কনফারেন্স ডেকেছি। কিন্তু চার পাশে কী হচ্ছে দেখুন। স্কুল, কলেজ, শপিং মল, সিনেমা হল সব বন্ধ। এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশের পর সব জিমও বন্ধ। এমন অবস্থায় পুরো মৌসুম বাতিল হওয়ার মতো কিছু ঘটতেও পারে।’

আরেক কর্মকর্তা বলেছেন, সব ফ্র্যাঞ্চাইজিই বিসিসিআইয়ের সঙ্গে কথা বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, স্বাস্থ্য-নিরাপত্তা সবার আগে। তারপর অন্য কিছু। টুর্নামেন্ট বাতিল হলে যে ক্ষতির সম্মুখীন হবে, সেটা কীভাবে সামলাবে দলগুলো? এ প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা বলেছেন, ‘লিগ আয়োজন করতে আর বেতন দেওয়ার জন্য আমাদের সব মিলিয়ে ১৫ থেকে ২০ কোটি রুপি ক্ষতি হবে। কিন্তু এমন আরও লোকসান আছে, যেমন ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন পণ্য (জার্সি, স্কার্ফ) বিক্রির সম্ভাব্য আয়। টিকিটের আয় বিমা করা আছে। কিন্তু টুর্নামেন্ট না হলে বাকি সব লোকসান ফ্র্যাঞ্চাইজিকে বহন করতে হবে। কিন্তু আমাদের বুঝতে হবে, মানুষের শারীরিক সুস্থতার ওপর কিছু নেই।’