ইউরো পিছিয়ে গেল এক বছর

২০২০ ইউরো হয়ে যাচ্ছে ২০২১ ইউরো।
২০২০ ইউরো হয়ে যাচ্ছে ২০২১ ইউরো।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠকে বসেছিল ইউরোপিয়ান ফুটবল সংস্থার (উয়েফা) ৫৫টি দেশের ফুটবল ফেডারেশন, ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন ও ইউরোপিয়ান লিগগুলো। নরওয়েজীয় ফুটবল অ্যাসোসিয়েশন এক টুইট বার্তায় জানিয়েছে বৈঠকে ২০২০ সালের ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বছরের ১২ জুন থেকে ১২ জুলাই হওয়ার কথা ছিল ইউরো। এখন তা হবে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত।

বৈঠকে নেওয়া এ সিদ্ধান্তের খবর আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি উয়েফা। বরং সংস্থাটি সবাইকে এ ব্যাপারে মুখ বন্ধ রাখতে বলেছিল। উয়েফার নির্বাহী কমিটির বৈঠকের পর আজই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে চেয়েছিল সংস্থাটি।

ইউরো পেছানোর উয়েফার এই সিদ্ধান্তে ইউরোপের বন্ধ হয়ে যাওয়া লিগগুলো লিগ শেষ করার সুযোগ পেতে পারে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে হাতে পাওয়া বাড়তি সময়টাকে কাজে লাগাতে পারবে তারা।