সৌরভ মনে করতে পারছেন না শেষ কবে...

অবসর সময় কাটাচ্ছেন সৌরভ। ফাইল ছবি
অবসর সময় কাটাচ্ছেন সৌরভ। ফাইল ছবি

করোনায় এখন করুণ অবস্থা খেলাধুলার। সারা পৃথিবীতে বন্ধ হয়ে গেছে সব ধরনের খেলা। যেখানে জীবন সংশয়ে, সেখানে খেলা চালানোর কোনো কারণ দেখেননি ক্রীড়া-সংশ্লিষ্টরা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) করোনা-আতঙ্কে স্থগিত করে দিয়েছে আইপিএল। বাতিল হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজও। সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতাও আপাতত বন্ধ। এমন একটা অবস্থায় বিসিসিআই তাদের কার্যালয় বন্ধ করে দিয়ে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। সভাপতি সৌরভ গাঙ্গুলীর হাতে এখন অফুরন্ত অবসর।

সৌরভরে সেই ইনস্টাগ্রাম পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম
সৌরভরে সেই ইনস্টাগ্রাম পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে নিজের একটা সেলফি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভুলে গেছি শেষ কবে এমন অখণ্ড অবসরের বিকেল পেয়েছি।’

সারা দুনিয়ার জন্যই সময়টা কঠিন। এখনো পর্যন্ত ২ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ৮ হাজার মানুষ এরই মধ্যে মৃত্যুবরণ করেছে। আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হলেও এটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যাওয়ারও শঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত তেমন কিছু হলে বিরাট ক্ষতির মুখেই পড়তে হবে বিসিসিআইকে। টাকার অঙ্কে এটি তিন হাজার কোটি ছাড়িয়ে যেতে পারে বলে খবর বেরিয়েছে।